Donald Trump:  প্রায় ১০ হাজার সরকারি কর্মীকে এক মুহূর্তে ছাঁটাই করল ডোনাল্ড ট্রাম্পের সরকার। এই কর্মীরা সরকারি ভূমি রাজস্ব থেকে শুরু করে বর্ষীয়ান সামরিক কর্মীদের দেখাশোনা পর্যন্ত বিভিন্ন দায়িত্বে কাজ করতেন। শুক্রবার একটি বৈঠকে (Federal Layoffs) এই সমস্ত কর্মীকে একযোগে কাজ থেকে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে মাত্র ৩০ মিনিটের মধ্যেই সকলকে দফতর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং তার উপদেষ্টা এলন মাস্ক আমেরিকার আমলাতন্ত্রকে খর্ব করতে এই বড় উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতর, শক্তি, ভেটেরান অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য, মানব পরিষেবা ইত্যাদি ক্ষেত্রের কর্মীরা কাজ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই তাদের চাকরির মেয়াদের প্রথম বছরে প্রবেশনারি পর্বে ছিলেন, তাই তাদের চাকরির নিরাপত্তা বা স্থায়িত্ব সেভাবে নিশ্চিত ছিল না। কিছু এজেন্সিকেও বন্ধ করে দেওয়া হয়েছে তড়িঘড়ি। এর মধ্যে ছিল একটি স্বাধীন নজরদারি সংস্থা যার নাম কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো। এই দফতরে নির্দিষ্ট মেয়াদে চুক্তির ভিত্তিতে কর্মরত বহু মানুষের চাকরি থেকে ছাঁটাই হয়েছে। বরখাস্ত হয়েছেন বহু মানুষ।

এর মধ্যে কর সংগ্রহের এজেন্সি ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আগামী সপ্তাহে আরও হাজার কয়েক কর্মীকে বরখাস্ত করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত মার্কিনিদের যে ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার সময়সীমা রয়েছে, তার আগেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানানো হয়েছে। সমস্ত পুরনো কর্মীকে বরখাস্ত করে নতুন নিয়োগ হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক আরও ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বলেছিলেন এবং এই কর্মীরা আমেরিকার মোট ২.৩ মিলিয়ন নাগরিকের মাত্র ৩ শতাংশ।

স্বরাষ্ট্র দফতরে ২৩০০ জন, শক্তি দফতরে প্রায় ২০০০ জন, কৃষি দফতর থেকে ৩৪০০ জন, স্বাস্থ্য ও মানব পরিষেবা দফতরে ১৩০০ জনকে ছাঁটাই করা হয়েছে ইতিমধ্যেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ফেডেরাল সরকার এখন অনেক ঋণে জর্জরিত, বহু টাকা অপচয় হয়েছে জালিয়াতির কারণে। ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ এবং ১.৮ ট্রিলিয়ন ডলারের বিগত বর্ষের ঘাটতি রয়েছে। আর তাই ফেডেরাল সরকারকে ঢেলে সাজাতে চাইছেন ট্রাম্প। 

আরও পড়ুন: Asteroid 2024 YR4: ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?