World's Richest Woman: এতদিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আধিপত্য ছিল আমেরিকার। আরবপতি বা  বিলিয়নেয়ারদের (Female Billionaires) তালিকায় অনেক মহিলা শিল্পপতি ছিলেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আমেরিকায় মহিলা বিলিয়নেয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। এই তালিকা অনুযায়ী ভারতও প্রথম পাঁচে জায়গা করে নিতে সফল হয়েছে।


ভারতের দুই ধনী নারী
সিটি ইনডেক্সের নতুন আন্তর্জাতিক নারী দিবসের সমীক্ষা অনুসারে, ভারতের 15 জন মহিলা বিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। সমীক্ষা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদ $20.2 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে সাইরাস মিস্ত্রির স্ত্রী রোহিকা সাইরাস মিস্ত্রির নাম, যার সম্পদ রয়েছে সাড়ে ৭ বিলিয়ন ডলার।


বিশ্বের সবচেয়ে ধনী এই নারী
বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হলেন অ্যালিস ওয়ালটন, রিটেল চেইন ওয়ালমার্টের উত্তরাধিকারী তিনি। অ্যালিস ওয়ালটনের মোট সম্পদের পরিমাণ প্রায় $78 বিলিয়ন এবং ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 19 তম স্থানে রয়েছেন। নারী বিলিয়নেয়ারদের তালিকায় একা আমেরিকা থেকে 97 জনের নাম রয়েছে, যা অন্য যেকোনও দেশের তুলনায় সর্বোচ্চ।


এই দেশগুলিতে ভারতের চেয়ে মহিলা আরবপতির সংখ্যা বেশি
সিটি ইনডেক্সের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি ৫ জন ধনী নারীর মধ্যে ৪ জন আমেরিকার। বিলিয়নিয়ার নারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিন। সিটি ইনডেক্সের মহিলা বিলিয়নেয়ার তালিকায় চিনের 42 জন মহিলা স্থান পেয়েছেন। জার্মানি, ইউরোপের বৃহত্তম অর্থনীতি, 22 নারী বিলিয়নেয়ার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, যেখানে ইউরোপের ইতালি 19 নারী বিলিয়নেয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৫ বিলিয়নেয়ার নারী নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত।


শীর্ষ দশে অন্তর্ভুক্ত অন্যান্য দেশ
আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই সিটি ইনডেক্স অনুসারে, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে 9-9 জন মহিলা বিলিয়নেয়ার রয়েছে। উভয় দেশই যৌথভাবে সূচকে ব্রাজিলের সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে। এছাড়াও ব্রাজিলে ৯ জন নারী বিলিয়নেয়ার রয়েছে। হংকং, স্পেন, সুইডেন এবং ফ্রান্স যৌথভাবে ৭-৭ জন নারী বিলিয়নেয়ার নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ৬-৬ জন নারী বিলিয়নেয়ার নিয়ে অষ্টম স্থানে রয়েছে কানাডা ও দক্ষিণ কোরিয়া। যেখানে ইসরাইল ও তুরস্ক যৌথভাবে ৯ম স্থানে রয়েছে। বিলিয়নেয়ারের তালিকায় দুই দেশের ৪-৪ জন নারী রয়েছেন।


Reliance Capital Delisting: অনিল অম্বানির রিলায়েন্স ক্যাপিটালে বড় খবর, স্টক এক্সচেঞ্জে থাকবে না কোম্পানি,আগামীতে কী হবে ?