Financial Rules: আগামী ১ জুন থেকে বেশ কিছু আর্থিক নিয়ম বদলে যেতে চলেছে যা আপনার আর্ত্যহিক পরিকল্পনাকেও প্রভাবিত করবে। মিউচুয়াল ফান্ডের (Financial Changes) নিয়ম-নীতি থেকে ক্রেডিট কার্ড এবং ইপিএফও সংক্রান্ত নিয়মে এসেছে বদল। অন্যদিকে ফিক্সড ডিপোজিটের সুদের হারেও কিছু বদল আসতে চলেছে ১ জুন থেকে।

মিউচুয়াল ফান্ডের জন্য নতুন নিয়ম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে ওভারনাইট মিউচুয়াল ফান্ডের জন্য কাট-অফ টাইমিং বদল করা হয়েছে। ১ জুন ২০২৫ থেকে কার্যকর হবে এই নতুন কাট-অফ টাইম। অফলাইন লেনদেনের জন্য দুপুর তিনটে এবং অনলাইন লেনদেনের জন্য সন্ধে ৭টা পর্যন্ত ধার্য করা হয়েছে কাট অফ টাইম। এই সময়ের পরে যে লেনদেন হবে তা পরবর্তী ব্যবসায়িক দিনের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ নেট অ্যা সেট ভ্যালুতেও প্রভাব পড়বে এই সময়ের বদলে কারণে। মূলত এই ওভারনাইট মিউচুয়াল ফান্ডগুলি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে যা একদিনেই ম্যাচিওর করে, আর অনেকেই এগুলির কম ঝুঁকির কারণে পছন্দ করেন।

ক্রেডিট কার্ডের নিয়মে বদল

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক কিংবা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড় খবর। ১ জুন থেকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে জ্বালানি, ঘরভাড়া, ইউটিলিটি বিল এবং ইনসিওরেন্সের জন্য রিওয়ার্ড পয়েন্টে ক্যাপিং করা হবে। মাসিক ধার্য সীমার বাইরে কার্ডের মাধ্যমে জ্বালানি তেল ভরালে অতিরিক্ত ১ শতাংশ ট্রানসাকশন কস্ট লাগবে। ঘরভাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের খরচের জন্য একইভাবে ১ শতাংশ ফি লাগবে।

১০ জুন থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বদলে যাচ্ছে লাউঞ্জ অ্যাক্সেস নীতি। আগের সোয়াইপ-ভিত্তিক সিস্টেমের বদলে খরচের উপর ভিত্তি করে ভাউচারের মাধ্যমে লাউঞ্জ অ্যাক্সেস দেওয়া হবে।

ইপিএফও ৩.০ আসতে চলেছে

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জুন মাসেই আনা হচ্ছে ইপিএফও ৩.০। এর মাধ্যমে ইনস্ট্যান্ট ইপিএফ উইথড্রল, এটিএম এবং ইউপিআই, অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করার সুবিধে পাবেন গ্রাহকরা। আর দ্রুত ক্লেম প্রসেসিং হবে এরই মাধ্যমে। আরও উন্নত গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেমও কাজ করবে এই নতুন ব্যবস্থায়।

ফর্ম ১৬ ইস্যু করার শেষ দিন

১৫ জুনের মধ্যেই এবার সমস্ত প্রতিষ্ঠান ও সংস্থাগুলিকে তাদের কর্মীদের জন্য ফর্ম ১৬ ইস্যু করতে হবে যা কর প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।  

আধার আপডেটের সময়সীমা

মাই আধার পোর্টালে আধারের তথ্য বিনামূল্যে আপডেট করার জন্য সময়সীমা রয়েছে আগামী ১৪ জুন পর্যন্ত। এরপরে আপডেটের জন্য অনলাইনে দিতে হবে ২৫ টাকা এবং কোনও আধার সেন্টারে গেলে দিতে হবে ৫০ টাকা।