Continues below advertisement

Fitch Raises Indias FY26 : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অতিরিক্ত শুল্ক আরোপের পরও থামেনি ভারতের আর্থিক বৃদ্ধি (Indian Economic Growth) । চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। যা চমকে দিয়েছে সারা বিশ্বকে। এবার ভারতের জন্য আরও সুখবর দিল মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ (Fitch Raises Indias FY26)।

ভারতের অর্থনীতি নিয়ে কী বলেছে ফিচবিশ্বব্যাপী আন্তর্জাতিক মানসম্পন্ন রেটিং সংস্থা ফিচ ৪ ডিসেম্বর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ২০২৫-২৬ (FY26) এর আগের ৬.৯% এর তুলনায় ৭.৪% এ উন্নীত করেছে। রেটিং সংস্থার তরফে বলা হয়েছে, আরও বেশি অভ্যন্তরীণ চাহিদা ও ক্রমবর্ধমান জোগানের ফলে দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতিফলন ঊর্ধ্বমুখী দেখাচ্ছে। সেই কারণেই ভারতের GDP বৃদ্ধির অনুমানে সংশোধন করেছে সংস্থা।

Continues below advertisement

কবে করা হয়েছে এই আপডেটসরকারি তথ্য অনুসারে, উৎপাদন ও পরিষেবা খাতের জোরালো বৃদ্ধির মধ্যে ভারতের মোট দেশীয় উৎপাদন (GDP) ৮.২ শতাংশের ছয় ত্রৈমাসিকের মধ্য়ে সর্বোচ্চে বৃদ্ধি পাওয়ার পরই এই আপগ্রেড করেছে মার্কিন রেটিং সংস্থা।

দুরন্ত জিডিপি দেখিয়েছে ভারত সম্প্রতি মার্কিন শুল্কের চাপ উপেক্ষা করে ২০২৫-২৬ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে নতুন গতি দেখা গেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার ৮.২ শতাংশ দাঁড়িয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই উত্থান বেশিরভাগ পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়েছে। এক বছর আগের ৫.৬ শতাংশের চেয়ে অনেক বেশি বৃদ্ধি হয়েছে এই ত্রৈমাসিকে। যা প্রথম ত্রৈমাসিকে প্রকাশিত ৭.৮ শতাংশের চেয়েও বেশি।

জিডিপি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে বলেন, '২০২৫-২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৮.২% জিডিপি ' বৃদ্ধি খুবই উৎসাহব্যঞ্জক। এটি আমাদের প্রবৃদ্ধি-বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব প্রতিফলিত করে। এটি আমাদের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগকেও প্রতিফলিত করে। আমাদের সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।'

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )