Interest Rate: ফেব্রুয়ারি মাসে ফিক্সড ডিপোজিটে সুদের হার (FD Interest Rate Hike) পরিবর্তন করল দুটি বেসরকারি ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক তাঁদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল এনেছে। অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে দু-কোটি টাকার কম আমানতে সুদের হার পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে একই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার (FD Interest Rate Hike) বাড়িয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে এই নতুন সুদের হার। এই দুই বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাকলে আপনার আমানতে লাভ কি বাড়বে ? কত হল সুদের হার ?
অ্যাক্সিস ব্যাঙ্কে সুদের হারে বদল
অ্যাক্সিস ব্যাঙ্কে (Axis Bank FD Interest) যে সমস্ত প্রবীণ নাগরিকেরা ফিক্সড ডিপোজিট করেছিলেন, তাঁরা এতদিন আমানতের উপর সুদ পেতেন ৭.২০ শতাংশ। এবার সেই সুদের হারেই (FD Interest Rate Hike) বদল এসেছে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এই হার বেড়ে য়েছে ৭.৭৫ শতাংশ। আবার জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্কে ১৭ মাস থেকে ১.৫ বছরের কম সময়ের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৭.১০ শতাংশ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে ৭.২০ শতাংশ।
অ্যাক্সিস ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য সুবিধে
২ কোটি টাকার কম আমানতে ৭ দিন ১০ বছরের মেয়াদে বিনিয়োগ করলে অ্যাক্সিস ব্যাঙ্কে প্রবীণ নাগরিকেরা পাবেন ৪.৮ থেকে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ। আবার, ৫ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক।
অ্যাক্সিস ব্যাঙ্কে ৬০-অনুর্ধ্বদের জন্য সুদের হার
৬০ বছরের কম বয়সীদের জন্য এই ব্যাঙ্কে ৯ মাস থেকে ৩৬৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে মিলবে ৬ শতাংশ সুদ। ৬ মাস থেকে ৯ মাসের মেয়াদে সুদের হার ৫.৭৫ শতাংশ।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সুদের হারে বদল
ইন্ডাসইন্ড ব্যাঙ্কেও (IndusInd Bank FD Interest) ২ কোটি টাকার কম আমানতের উপর সুদের হারে (FD Interest Rate Hike) বদল এসেছে। এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকেরা ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫ শতাংশ সুদ পাবেন এবার থেকে। ৬ ফেব্রুয়ারি থেকেই সুদের হারে বদল এসেছে এই ব্যাঙ্কে। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ট্যাক্স সেভার স্কিমে আমানতের উপর প্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ পাবেন।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ৬০-অনুর্ধ্বদের সুদের হার
এই বেসরকারি ব্যাঙ্কে ৬০-অনুর্ধ্বদের জন্য সুদের হারে সেভাবে কোনও বদল আসেনি। বর্তমানে ৬০-অনুর্ধ্বরা ১৮১ দিন থেকে ২১০ দিনের জন্য আমানতের উপর সর্বোচ্চ ৫.৮৫ শতাংশ সুদ পাবেন। ১ থেকে ২ বছরের বিনিয়গের উপর এই ব্যাঙ্কে এখন সুদের হার ৭.২৫ শতাংশ।
আরও পড়ুন: Paytm Share Price: পেটিএমের শেয়ার এখনও বাড়বে ভাবছেন ! আজ কী হয়েছে জানেন ?