FD Rates: ৮ শতাংশের বেশি সুদ, এই ৫টি ব্যাঙ্ক দিচ্ছে সুযোগ

Fixed Deposit: আজ আমরা আপনাকে এমন 5টি ব্যাঙ্কের সন্ধান দেব, যেগুলি 3 বছরের কম মেয়াদে সিনিয়র সিটিজেনদের উচ্চ সুদের হার অফার করছে।

Continues below advertisement

Fixed Deposit: গত এক বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট(Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক(RBI)।  এই হার দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে। সেই কারণে সাম্প্রতিক অতীতে অনেক ব্যাঙ্ক  FD-তে সুদের হার কমিয়েছে। এর পরেও কিছু ব্যাঙ্ক আছে , যারা সিনিয়র সিটিজেন (Senior Citizen)  গ্রাহকদের ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে। আজ আমরা আপনাকে এমন 5টি ব্যাঙ্কের সন্ধান দেব, যেগুলি 3 বছরের কম মেয়াদে সিনিয়র সিটিজেনদের উচ্চ সুদের হার অফার করছে। 2 কোটি টাকার কম ডিপোজিট স্কিমে এই হার দেওয়া হচ্ছে।

Continues below advertisement

1. ইয়েস ব্যাঙ্ক এফডি রেট-
ইয়েস ব্যাঙ্ক প্রবীণ নাগরিক গ্রাহকদের 36 মাস থেকে 60 মাস পর্যন্ত FD-তে উচ্চ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এই সময়ে 8 শতাংশ হারে FD স্কিমে রিটার্ন দিচ্ছে। যেখানে ব্যাঙ্ক 18 মাস থেকে 24 মাসের এফডিতে 8.25 শতাংশ সুদ দিচ্ছে।

2. ডিসিবি ব্যাঙ্ক এফডি রেট-
বেসরকারি খাতের ব্যাঙ্ক ডিসিবি ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের এফডি স্কিমে শক্তিশালী রিটার্ন দিচ্ছে। এই ব্যাঙ্কটি 25 মাস থেকে 37 মাসের FD-এ 8.35 শতাংশ শক্তিশালী সুদ দিচ্ছে। ব্যাঙ্কটি 37 মাসের জন্য সর্বোচ্চ 8.50 শতাংশ সুদ অফার করছে।

3. IndusInd Bank FD রেট-
IndusInd ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের 33 মাস থেকে 39 মাসের FD-এ 8 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। যেখানে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের 19 মাস থেকে 24 মাসের এফডিতে 8.25 শতাংশ সুদ দেয়।

4. বন্ধন ব্যাঙ্ক এফডি রেট
বন্ধন ব্যাঙ্কের নামও সেই সমস্ত ব্যাঙ্কগুলির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলি প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের স্কিমে ভাল রিটার্ন দিচ্ছে। ব্যাঙ্কটি 3 থেকে 5 বছরের মেয়াদের জন্য FD-এ 7.75 শতাংশ সুদের হার অফার করছে। যেখানে 500 দিনের FD-তে সর্বোচ্চ রেট দেওয়া হচ্ছে 8.35 শতাংশ৷

5. IDFC ফার্স্ট ব্যাঙ্ক এফডি রেট-
বেসরকারি খাতের ব্যাঙ্ক IDFC ফার্স্ট ব্যাঙ্কও সেই ব্যাঙ্কগুলির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে যেগুলি তাদের গ্রাহকদের FD স্কিমে উচ্চ সুদের হার অফার করছে৷ ব্যাঙ্ক 751 দিন থেকে 1095 দিনের FD-এ সর্বাধিক 7.75 শতাংশ রিটার্ন অফার করছে।

Multibagger Stocks: ১০ হাজার টাকা হয়েছে ২ লাখ, এই মাল্টিব্যাগার স্টকের গতি গাড়ির স্পিডকেও হার মানায়

Continues below advertisement
Sponsored Links by Taboola