F&O Trading: ৩ বছরে ১.৮১ লক্ষ কোটির লোকসান, ফিউচার-অপশনে বিপুল টাকা হারাচ্ছেন ট্রেডাররা


F&O Loss:  ভারতের শেয়ার বাজারে ১.১৩ কোটি মানুষ ডেরিভেটিভ সেগমেন্ট ফিউচারস এবং অপশনসে টাকা হারাচ্ছেন বিগত তিন বছর ধরে। গত তিন বছরের হিসেবে এই ট্রেডাররা (F&O Trading) মোট ১.৮১ লক্ষ কোটি টাকার লোকসান করেছেন বলেই তথ্য দিচ্ছে সেবি (SEBI Update)। ২০২৩-২৪ অর্থবর্ষেই শুধু ফিউচার ট্রেডিংয়ে ৭৫ হাজার কোটি টাকার লস বুক করেছেন বিনিয়োগকারীরা। বাজার নিয়ন্ত্রক সেবি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে ডেরিভেটিভ সেগমেন্টে (F&O Loss) বিনিয়োগকারীদের লাভ-ক্ষতির হিসেব দেখানো হয়েছে। আর সেই প্রতিবেদন দেখেই চোখ কপালে সাধারণ মানুষের।


প্রায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের


২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ইকুইটির ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের লাভ-ক্ষতির হিসেব একটি পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। সেই রিপোর্টে সেবি জানিয়েছে যে এই তিনটি অর্থবর্ষে ১.১৩ কোটি ইনডিভিজুয়াল ট্রেডার মোট ১.৮১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন এই বাজারে। এই লোকসানের মধ্যে ধরা আছে ট্রানসাকশান কস্টও।


প্রত্যেক ট্রেডারের গড় লোকসান ১.২০ লাখ টাকা


২০২৩-২৪ অর্থবর্ষে বিনিয়োগকারীরা ৭৫ হাজার কোটির লস বুক করেছেন ফিউচারস অ্যান্ড অপশনে। সেবির তথ্য অনুসারে ইন্ডিভিজুয়াল ট্রেডারদের ৯১.১ শতাংশ অর্থাৎ ৭৩ লক্ষ ট্রেডার ফিউচারস ও অপশনে ট্রেডিং করার সময় টাকা হারিয়েছেন। এই ট্রেডারদের মধ্যে দেখা গিয়েছে হিসেবে প্রত্যেকে ১.২০ লক্ষ টাকা খুইয়েছেন বিগত অর্থবর্ষে।


৪ লক্ষ ট্রেডারের গড় ক্ষতির অঙ্ক ২৮ লক্ষ টাকা


মোট ট্রেডারদের ৯২.৮ শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ট্রেডার বাজারে এই ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের কারণে ২ লক্ষ টাকা লোকসান করেছেন বিগত ৩ বছরে। লস মেকিং ট্রেডারদের মধ্যে ৩.৫ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ ট্রেডার এমনও আছেন যারা ২৮ লক্ষ টাকা পর্যন্ত লোকসান করেছেন।  


মাত্র ১ শতাংশ বিনিয়োগকারীই মুনাফা করেছে


সেবি তাঁর এই প্রতিবেদনে জানিয়েছে যে বাজারে ৭.২ শতাংশ বিনিয়গকারীই কেবল বিগত তিন বছরে ফিউচারস ও অপশনে মুনাফা পেয়েছেন। এর মধ্যে ১ শতাংশ বিনিয়োগকারী ১ লক্ষ বা তার বেশি টাকা মুনাফা পেয়েছেন।


তথ্যঋণ: এবিপি নিউজ


আরও পড়ুন: Gold Price: মঙ্গলবারে সোনা কিনতে কমবে খরচ ? আজ কত চলছে সোনার দাম ?