Adani Bought IANS: সংবাদ মাধ্যমে(Media) একের পর এক সংস্থা কিনে চলেছে আদানি গোষ্ঠী (Adani Group)। NDTV-র পর এবার সংবাদ সংস্থা IANS-র বড় অংশ কিনে নিল আদানি গোষ্ঠীর মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড।


পুরো না কিছু শেয়ার কিনেছে আদানি গোষ্ঠী
সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস বা আইএএনএস-এর 50.5 শতাংশ শেয়ার কিনেছে সংস্থা। দেশে ইতিমধ্যেই হিন্দি, ইংরেজি সংবাদ পরিষেবার জন্য পরিচিত নাম IANS। এখন NDTV-এর মতো AMNL-এর একটি সহায়ক সংস্থা হিসাবে কাজ করবে৷ ইতিমধ্যেই কোম্পানির তরফে AMNL IANS-এর সাথে শেয়ারহোল্ডারদের চুক্তি স্বাক্ষরের চুক্তির বিষয়টি প্রকাশ্যে এনেছে।  এখন থেকে কোম্পানির কোনও সিদ্ধান্তে ভোট দিতে পারবে এএমজি মিডিয়া নেটওয়ার্ক। 


কী কী ক্ষমতা আদানিদের হাতে
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আদানি এন্টারপ্রাইজের এএমএনএল আইএএনএস এবং আইএএনএস-এর শেয়ারহোল্ডার সন্দীপ বামজাইয়ের সাথে শেয়ারহোল্ডারদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে আইএএনএস-এর সাথে তাদের কোম্পানি সম্পর্কিত সব অপারেশনাল এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ AMNL-এর কাছে থাকবে। AMNL-এর কাছে IANS-এর সব পরিচালক নিয়োগের অধিকারও থাকবে। অধিগ্রহণ চুক্তি অনুসারে, IANS এখন AMNL-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।


এর আগে NDTV নিয়েছে আদানি গোষ্ঠী
গৌতম আদানি গোষ্ঠীর এনডিটিভির দখলের প্রায় এক বছর পরে ফের মিডিয়া বিজনেস আদানি গোষ্ঠী। গত এক বছরে ম্যানেজমেন্টে বহু পরিবর্তন এনেছে আদানি গোষ্ঠী। নতুন অ্যাঙ্কর থেকে বিষয়বস্তুতে এখন অনেক পরিবর্তন আনা হয়েছে।  


কোন কোন মিডিয়া আদানিদের দখলে
এই চুক্তির পর মিডিয়াতে আদানি গ্রুপের দখল আরও শক্ত হয়েছে। এর আগে গত বছরের মার্চে তিনি কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া কিনেছিলেন, যা বিকিউ প্রাইম নামে একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম চালায়। এরপর ডিসেম্বরে আদানি গ্রুপ এনডিটিভি মিডিয়ার ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয়। 2022-23 আর্থিক বছরে IANS-এর আয় ছিল 11.86 কোটি টাকা।


Share Market: ২০২৪ সালে কোন খাতে বিনিয়োগে পাবেন লাভ, ৫ বছরের জন্য ভাবতে পারেন এই সেক্টরের স্টকগুলি