Gautam Adani:  আদানি গ্রুপের বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার আদানি গ্রুপ জানিয়েছে, সংস্থা শেয়ার ব্যাকড লোনের 7,374 কোটি টাকা নির্ধারিত সময়ের আগেই পেমেন্ট করেছে। শর্ট সেলিং কোম্পানি হিন্ডেনবার্গ রিপোর্টের আক্রমণের পরে আদানি তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারে ঋণ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করল কোম্পানি।


আদানি গ্রুপ এমন সময়ে এই পদক্ষেপ নিয়েছে যখন আদানি গ্রুপ সারা বিশ্বে রোডশো আয়োজন করছে, যাতে বিনিয়োগকারীরা কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত হতে পারে। রোডশো চলাকালীন, আদানি গোষ্ঠী বিনিয়োগকারীদের আশ্বস্ত করছে যে শেয়ারের পতন ও নিয়ন্ত্রক যাচাইয়ের মধ্যে কোম্পানির অর্থ নিয়ন্ত্রণে রয়েছে।


আদানি গ্রুপের শেয়ার ছাড়া হবে
আদানি গ্রুপ জানিয়েছে, প্রোমোটাররা আদানি পোর্টে 155 মিলিয়ন শেয়ার বা 11.8 শতাংশ শেয়ার ছেড়ে দেবে। একই সময়ে, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রোমোটাররা 31 মিলিয়ন শেয়ার ছাড়বে। এর বাইরে আদানি ট্রান্সমিশন লিমিটেডের 36 মিলিয়ন শেয়ার বা 4.5 শতাংশ শেয়ার ছাড়া হবে। আদানি গ্রিনের প্রোমোটারদের ইস্যু করা হবে 11 মিলিয়ন শেয়ার বা 1.2 শতাংশ শেয়ার। এর আগে ফেব্রুয়ারিতে, গ্রুপটি 1.11 বিলিয়ন ডলার ঋণ নির্ধারিত সময়ের আগেই জমা করেছিল।


৩১শে মার্চের আগে পেমেন্ট করতে হবে
আদানি গ্রুপকে মার্চের শেষ নাগাদ  একটি বড় ঋণের টাকা শোধ করতে হয়েছিল। আদানি গ্রুপ দাবি করেছে, এখন 2,016 মিলিয়ন ডলারের  প্রি-পেইড শেয়ার ব্যাকড লোন রয়েছে তাদের। আদানি এন্টারপ্রাইজ থেকে আদানি পোর্ট, পাওয়ার ও অন্যান্য স্টক সোমবার ভাল গতি দেখিয়েছে বাজারে। আগামী দিনেও এই ঋণে নির্ধারিত সময়ের আগেই দিয়ে দিতে চাইছে কোম্পনি।


Adani Group Stock: আদানিতে মোট কত বিনিয়োগ করে LIC
এর আগে এলআইসি জানুয়ারিতে জানায়, আদানি গ্রুপ সংস্থাগুলিতে মোট 30,127 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। 27 জানুয়ারি এলআইসির বিনিয়োগের মূল্য 57,142 হাজার কোটি টাকায় নেমে আসে। যদিও হিন্ডেনবার্গের রিপোর্টের আগে আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য হয়ে গিয়েছিল 82 হাজার কোটি টাকা। পরে  27 ফেব্রুয়ারির মধ্যে এই মূল্য 32 হাজার কোটি টাকায় নেমে আসে। আজ যা 39 হাজর কোটি টাকায় ফিরে এসেছে।


কিন্তু ইউএস-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিকিউজি পার্টনারস বৃহস্পতিবার 15,446 কোটি টাকায় একটি ব্লক চুক্তিতে চারটি আদানি গ্রুপের কোম্পানির শেয়ার কিনেছে, যার পরে গ্রুপের শেয়ার দ্রুত বেড়েছে। ইতিমধ্যেই আদানি পরিবার ব্লক চুক্তিতে 21 কোটি শেয়ার বিক্রি করেছে। যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরা।


বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি 7 থেকে 15 মার্চ দুবাই, লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী আয়ের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবে। চলতি সপ্তাহে সিঙ্গাপুর ও হংকংয়ে একই ধরনের বৈঠক হচ্ছে।