Gautam Adani 2nd Richest Person: এই খবর আসা ছিল শুধু সময়ের অপেক্ষা। এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষ স্থানে আসার পর থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। এবার আরও এক ধাপ উঠে এলেন আদানি গ্রুপের চেয়রম্যান গৌতম আদানি। ফোর্বসের তালিকা অনুসারে, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন তিনি।  


Forbes Real Time Billionaires: আজ ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে দিয়েছেন আদানি। এদিন তাঁর  সম্পদ বেড়েছে ৫.২ বিলিয়ন ডলার।  তাঁর মোট সম্পদ ১৫৫.৫ বিলিয়নে পৌঁছেছে। এখন তিনি টেসলার মালিক ইলন মাস্কের পিছনে রয়েছেন, যার মোট সম্পদ ২৭৩.৫ বিলিয়ন ডলার।


World Richest Man: ভারতের ধনীদের তালিকায় সেরার সেরা হয়েছেন আগেই। কদিন আগেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে নাম ওঠে গৌতম আদানির। এই প্রথম কোনও এশিয়ার ব্যক্তি বিশ্বের ধনীদের তৃতীয় নম্বরে ওঠে । কিছুদিন আগে এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে দেওয়া হয়েছে এই শিরোপা। 


Gautam Adani: কাকে টপকে তৃতীয় ?
এর আগে ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে টপকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন আদানি। ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয়, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।


রকেট গতিতে উত্থান আদানির
গত দু’বছরে আক্ষরিক অর্থেই রকেট গতিতে উত্থান ঘটেছে আদানির। এই সময়সীমার মধ্যে তাঁর সম্পত্তির ৬০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে তাঁকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্তরী নরেন্দ্র মোদিও। তাতেই তিনি অম্বানিকে ঢের পিছনে ফেলে দিয়েছেন বলে দাবি অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের।


আরও পড়ুন: Aadhaar Fraud Alert: সব ১২ সংখ্যার নম্বর মানেই আধার নয়, আপনার কার্ড যাচাই করুন এইভাবে