Stock Market News: এই সংস্থার মালিকদের বিরুদ্ধে ঋণের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল, তারপর থেকেই ধস নেমেছে সংস্থার শেয়ারের দামে। তবে বড় ধসের পরে এই শেয়ারের দাম আবার গত ৫ দিন ধরে আপার সার্কিটে রয়েছে এই সংস্থার শেয়ার। পাঁচটি ট্রেডিং সেশনের পরে গতকাল সোমবার একদিনে ৫ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। সংস্থার নাম জেনসোল ইঞ্জিনিয়ারিং (Gensol Engineering Stock)। ৯৬ শতাংশ ধস নেমেছিল এই শেয়ারে। তারপর ফের এই স্টকের দাম বাড়তে শুরু করেছে। ২১৯০ টাকা থেকে ৫৯ টাকায় নেমে এসেছিল এই শেয়ারের দাম।

কিছুদিন আগে সংস্থার মালিকদের পদত্যাগের পরে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসারও পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে জেনসোল ইঞ্জিনিয়ারিং স্টকের দাম ৪.৯৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৯.৬০ টাকা। আজ মঙ্গলবার ফের লাফ দিয়েছে এই স্টক। ২ শতাংশের কাছাকাছি বেড়ে এই স্টকের দাম (Gensol Engineering Stock) এখন ট্রেড করছে ৭০.২০ টাকায়। সর্বোচ্চ স্তর থেকে ৯৬ শতাংশ পতনের পরে ৫ শতাংশ আপার সার্কিটে রয়েছে এই শেয়ার। গত ৫ দিনে এই স্টকে মুনাফা এসেছে প্রায় ১৮ শতাংশ।

জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার মহম্মদরাজা আগা জানিয়েছেন যে এই সংস্থা বর্তমানে অনেক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। বেশ কিছু নিয়ন্ত্রক সংস্থা তদন্ত চালাচ্ছে জেনসোল ইঞ্জিনিয়ারিংকে ঘিরে। কয়েকজন শীর্ষ এক্সিকিউটিভ অফিসার পদত্যাগ করেছেন। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থা এই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের নামে ৫১০ কোটি টাকার ঋণখেলাপির মামলা চলছে।

IREDA জানিয়েছে যে কোম্পানির কাছে এখনও ৫১০ কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা ঋণ দেওয়া হয়েছিল বৈদ্যুতিন যানবাহন কেনার জন্য। সেবির তদন্তে জানা গিয়েছে জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের জাগ্‌গি ভাইয়েরা ঋণের টাকা দিয়ে নিজেদের ব্যক্তিগত শখপূরণ করেছিলেন। IREDA স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে ১৪ মে ২০২৫ তারিখে জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে দেউলিয়া এবং দেউলিয়া কোড ২০১৬-র ধারা নং ৭-এর অধীনে আবেদন দাখিল করা হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)