Gold Price: সোনার দাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে অনেকটাই কমে গিয়েছে বাংলার বাজারে। আজ সোনা কিনতে কম খরচ হবে আপনার। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম (Gold Rate Today) কমে গিয়েছে আজ। ৩০ এপ্রিল বুধবারে সোনার দাম সস্তা হয়েছে। এই শুভ দিনে অনেকেই সোনা কেনেন সম্পদের প্রতীক হিসেবে। আর তাই তাদের জন্য আজ স্বস্তি মিলেছে। কম দামে সোনা কেনার সুযোগ রয়েছে, দাম কমেছে রুপোরও। এখন কত দামে বিকোচ্ছে সোনা ? দেখে নিন নতুন রেটচার্ট।  

গতকাল পর্যন্ত দাম অনেকটাই বেশি ছিল। এমনকী মাঝে এক লাখের কাছাকাছি চলে গিয়েছিল সোনার দাম। আজ অক্ষয় তৃতীয়ায় অনেক অফার দেওয়া হয় সোনার দোকানে। মেকিং চার্জে ছাড় থাকে। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার বাড়তে বাড়তে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে এই ছাড় দিয়েও ক্রেতাদের কতটা টানা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই। আর এই অস্থিরতা কমিয়েছে আজকের দাম। 

আজকের সোনার দাম ( ৩০ এপ্রিল ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৫৫১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯০৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৬৯০
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৪৫০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৮,০৩৭

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।