Continues below advertisement

Gold Price : এই পরিমাণের বেশি সোনা (Gold) ঘরে রাখলে আয়কর হানার (Income Tax Raid) মুখে পড়তে পারেন আপনি। সেই ক্ষেত্রে কত পরিমাণ সোনা ঘরে রাখা (Gold Home Limit) যেতে পারে। জেনে নিন, এই বিষয়ে কী রয়েছে নিয়ম।

সোনায় বিনিয়োগের চল ভারতে বেশিভারতে সোনা কেবল সাজসজ্জার জন্য গয়না হিসেবেই কেনা হয় না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগও। তাছাড়া, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে সোনা কেনা শুভ বলে বিবেচিত হয়। এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে।

Continues below advertisement

নির্ধারিত সীমার বেশি রাখলে আপনার বাড়িতে নোটিস ভারতে সোনা এতটাই জনপ্রিয় যে মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে তা জমা করে। কিন্তু আপনি কি জানেন ঘরে কত সোনা রাখা যায়? নির্ধারিত সীমা কত? আপনি কি জানেন যে আয়কর বিভাগ আপনার সোনা কেনাকাটা পর্যবেক্ষণ করে। সেই ক্ষেত্রে নির্ধারিত সীমার বেশি রাখলে আপনার বাড়িতে নোটিশ বা তল্লাশি চালানো হতে পারে? আসুন ঘরে সোনা সংরক্ষণের নিয়মগুলো জেনে নিই। যাতে আপনি বুঝতে পারেন যে আয়কর যাচাই-বাছাই এড়াতে আপনি আইনত কতটা সোনা বাড়িতে রাখতে পারেন।

কারা রাখতে পারেন কত গ্রাম সোনানিয়ম সবার জন্য আলাদা। ভারতে পুরুষ, বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলাদের জন্য সোনা কেনা এবং সংরক্ষণের নিয়ম আলাদা। বিবাহিত মহিলাদের ৫০০ গ্রাম পর্যন্ত সোনা রাখার অনুমতি রয়েছে। অবিবাহিত মহিলারা সর্বোচ্চ ২৫০ গ্রাম এবং পুরুষরা সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবেন।

যদি আপনার কাছে এই সীমার বেশি সোনা থাকে, তাহলে আপনার আয়কর রিটার্নে একটি বিল থাকতে হবে। যদি আপনার কাছে বৈধ প্রমাণ থাকে, তাহলে আপনি যেকোনো পরিমাণ সোনা রাখতে পারবেন। আয়কর বিভাগের এই সীমা শুধুমাত্র নথি ছাড়াই সোনার ক্ষেত্রে প্রযোজ্য। এর অর্থ হল, আপনার কাছে যত পরিমাণ সোনাই থাকুক না কেন, প্রমাণ প্রয়োজন।

সোনা রাখার ওপর কি কর আছে ?যদি আপনি ঘোষিত আয়, কৃষি আয়ের মতো করমুক্ত আয় থেকে সোনা কিনে থাকেন, অথবা যদি আপনি আইনত উত্তরাধিকারসূত্রে সোনা কিনে থাকেন, তাহলে তা করযোগ্য হবে না। যদি আপনি নির্ধারিত সীমার মধ্যে সোনা সংরক্ষণ করেন বা সীমা অতিক্রম করেন কিন্তু বৈধ প্রমাণ থাকে, তাহলে অভিযান চালানো হলেও আপনার গয়না বাজেয়াপ্ত করা যাবে না। বাড়িতে সোনা রাখার ওপর কোনও কর নেই, তবে যদি কেউ সোনা বিক্রি করে, তাহলে তা করযোগ্য হবে।