Gold Silver Price: রাত পোহালেই ভালবাসার দিন। সারা দেশ জুড়ে প্রেমিক-প্রেমিকারা মেতে উঠবে ভালবাসার উদযাপনে। আর সেই আবহে ক্রমশ কমছে সোনার দাম। রাজ্য জুড়ে বেশ কিছুদিন ধরেই সোনার দামে পতন লক্ষ করা যাচ্ছে। আজ কত হল সোনা-রুপোর দর ? দেখে নিন রেটচার্ট।
সোমবারের তুলনায় মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম ৩ টাকা কমে হয়েছে ৬২১৮ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২ টাকা কমে হয়েছে ৬০০৭ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬০০৭ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৫৮ টাকা। আজ মঙ্গলবারের বাজারে দাম কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দামও কমেছে আজ, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১,০৩৮ টাকা।
আজকের সোনার দর (১৩ ফেব্রুয়ারি, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬২১৮ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬০০৭ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৬৫৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৪৯৪৯ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭১০৩৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: Small Saving Scheme: আড়াই লাখের বেশি সুদ, ৮ লাখ টাকা পাবেন মেয়াদ শেষে, এটি একটি সরকারি স্কিম