Gold Rate: গতকাল একইদিনে পরপর ২ বার বদলে গিয়েছিল সোনার দাম। রুপোর দাম বহুদিন থেকেই উর্ধ্বমুখী রয়েছে। এই আবহে সোনার দামে (Gold Silver Price) গতকাল বেশ অনেকটাই স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা। তবে আজ শুক্রবার ২০ জুন ফের দাম বেড়ে গেল সোনার। আজ বাংলার বাজারে সোনা কিনতে গেল খানিক বেশি খরচ হবে। এক ভরি সোনায় এখন কত খরচ ? দেখুন আজকের রেটচার্ট।
দেশে যেকোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৮৫৯ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৩৬৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৯৭১ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৬৯০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,০৬,১৩৫ |
সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:
সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে। গয়নায় হলমার্ক: হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।