Gold Silver Latest Rate: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কিছুদিন আগেই সোনার দাম কলকাতা তথা পশ্চিমবঙ্গে খানিক কমে গিয়েছিল, স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। আজ ১৪ অগাস্ট লক্ষ্মীবারে ফের দাম (Gold Price Today) বেড়ে গেল সোনার। কলকাতায় ২২ ক্যারাট, ২৪ ক্যারাট, ১৮ ক্যারাট সোনার দাম বাড়ল আজ। অন্যদিকে রুপোর দাম প্রতিদিনই অল্প অল্প করে বেড়েই চলেছে ক্রমশ। সোনা কিনতে গেলে খরচ আজ অনেক বেশি হবে। তবে যারা আগে সোনায় বিনিয়োগ করে রেখেছিলেন, তাদের যদিও খুশির খবর। দাম বাড়লে তারা বিনিয়োগের ভিত্তিতে রিটার্ন বেশি পাবেন সোনায়।
সোনা কেনাকে শুভ বলেই মনে করা হয়
আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
আজকের সোনার দাম ( ১৪ অগাস্ট, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৯৭৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৪৭৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯০৭৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৭৮০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৫,৪৫৮ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন। বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে। সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।