Gold Rate: গত সপ্তাহে শনিবারে বাংলার বাজারে বলা ভাল কলকাতার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১০,০১০ টাকা আর সেখানে গতকাল শনিবারে এক সপ্তাহ পরে সোনার দাম বেড়ে হয়েছে প্রতি গ্রামে ১০,৩৩০ টাকা। অর্থাৎ গ্রাম পিছু ৩২০ টাকা বেড়েছে দাম। এক ভরি সোনা কিনলে দাম বাড়বে ৩২০০ টাকা। এক লাফে কয়েক হাজার টাকা দাম বেড়ে গিয়েছে দাম। স্বস্তি নেই গ্রাহকদের। সোনা কিনতে এবার পকেটে টান পড়বে সাধারণ মধ্যবিত্তের। আজ রবিবার ৩১ অগাস্ট মাসের শেষে এই দামই বহাল রয়েছে। গতকাল শনিবারের দামেই পাবেন আজ সোনা। আজ কিনতে গেলে দোকানে যাওয়ার আগে দেখে নিন ২২ ক্যারাট সোনার দাম কত পড়বে।

Continues below advertisement

সোনা কেনাকে শুভ বলে মানা হয় 

আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। 

Continues below advertisement

আজকের সোনার দাম ( ৩১ অগাস্ট ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১০৩৩০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯৮১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯৪০০
১৮ ক্যারেট ১ গ্রাম ৮০৬০
রুপো (৯৯৯) ১ কেজি ১,২০,৭০৮

*Above rates are without 3% GST

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।   

রবিবার আলাদা করে দাম প্রকাশ হয় না, তাই শনিবারের রেটচার্ট অনুসারেই আজকের দাম ধরে নিতে হবে গ্রাহকদের।

সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন

সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন। 

বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা।  সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।                               

সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে। 

সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি।  সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন,  ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।