Gold Rate:

  সপ্তাহের শুরু থেকে যে হারে দাম বাড়ছিল, মাঝে একবার দাম কমলেও সেই বৃদ্ধিতে কোনও হেরফের ঘটেনি। বৃহস্পতিবার লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে সোনার দাম। কিন্তু আজ অনেকটাই স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। অনেকটাই কমে গিয়েছে সোনার দাম। আজ কিনলে লাভ হবে ? কেনার আগে দেখে নিন রেটচার্টে কত হল দাম ? 

দাম কতটা বদলাল 

এই সপ্তাহের শুরুতে সোমবার দাম খানিক কমতে দেখা গিয়েছিল সোনার। তবে সোমবার সন্ধেয় ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। মঙ্গলবারের বাজারে আবার সাধ্যের মধ্যে ফিরে আসে সোনার দাম। রুপোর দাম এদিন আবার অনেকটাই বেড়ে যায়। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ২০ মার্চ সোনার দাম অনেকটাই লাফিয়ে বেড়ে গিয়েছে। তাঁর থেকেও বৃহস্পতিবার লাফ দিয়েছে সোনার দাম। অবিশ্বাস্য লাফ। এবার তবে সাধ্যের বাইরেই চলে গেল সোনা ? কিন্তু আজ ২২ মার্চ শুক্রবারে এসে দাম কিছুটা সাধ্যের মধ্যে এসেছে। অনেকটা কমে গিয়েছে সোনার দাম। এবার স্বস্তি পাবেন গ্রাহকরা। ২৪ ক্যারাট সোনার দাম বৃহস্পতিবারের তুলনায় প্রতি গ্রামে ৭৬ টাকা কমেছে। গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ৭৩ টাকা কমে আজ হয়েছে ৬৩৭৫ টাকা। অন্যদিকে রুপোর দামও আজ কমে গিয়েছে অবিশ্বাস্যভাবে। এক ধাক্কায় প্রায় ২০০০ টাকা কেজিতে কমে গিয়েছে রুপোর দাম। দাম কি ফের বাড়তে পারে ? 

আজকের সোনার দর (২২ মার্চ, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৫৯৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৩৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬০০৫
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫২৫৩

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৩৪৫১


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

গত সপ্তাহে কত ছিল দাম 

আগের সপ্তাহে বুধবার অনেকটাই দাম কমতে দেখা গিয়েছিল সোনার। ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৬৫১০ টাকা, সেখানে গতকাল দাম হয়েছে ৬৫৫৫ টাকা। অর্থাৎ গ্রামে ৪৫ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। অন্যদিকে ২২ ক্যারাট সোনার দাম গ্রামে যেখানে ছিল ৬২৮৯ টাকা, সেখানে দাম হয়েছে কাল ৬৩৩২ টাকা। সেখানে আজ শুক্রবার সোনার (২২ ক্যারাট) দাম গ্রাম প্রতি হয়েছে ৬৩৭৫ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের থেকেও কমে গিয়েছে দাম। এবার তবে কেনার সুযোগ গ্রাহকদের।