Gold Rate: সোনার দামে আজ শুক্রবার খানিক স্বস্তি পেলেন গ্রাহকরা। আজকের বাজারে কিছুটা কমেছে সোনার দাম। জ্যৈষ্ঠ মাস পড়ে গিয়েছে। বিয়ের মরশুম এখন অতটা নেই বললেই চলে। সোনার (Gold Rate Today) চাহিদা আগের মাসে যে হারে বেড়েছিল তা এখন অতটা নেই। তবু মহার্ঘ সোনার দাম বেশ খানিক বেড়ে গিয়েছিল, সাধ্যের বাইরেই চলে যাচ্ছিল বলা চলে। সেখান থেকে খানিক রেহাই আজকের বাজারে। প্রতি গ্রামে ৪ টাকা কমে গিয়েছে ২৪ ক্যারাট সোনার দাম।
শুক্রবারের বাজারে আজ বাড়ল সোনার দাম
আজ শুক্রবার দাম কত হল সোনার (Gold Rate Today)? লক্ষ্মীবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দামে খানিক স্বস্তি মিলেছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭৩১৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০৭০ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৬৬০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৮২৬ টাকা। এদিকে আজ ফের লাফিয়ে বেড়ে গিয়েছে রুপোর দাম। শুক্রবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৬ হাজার ৪৮৮ টাকা।
আজকের সোনার দর (১৭ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৩১৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭০৭০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৬৬০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৮২৬ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৬,৪৮৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। কিন্তু তাতে স্বস্তি নেই। বৃহস্পতিবারের বাজারে আরও দাম বাড়ল সোনার। তবে আজ শুক্রবার এসে খানিক কমেছে সোনার (Gold Rate Today) দাম। আজ কিনতে গেলে অল্প হলেও কম খরচ হবে সোনার দামে।
আরও পড়ুন: Price Hike: ফ্ল্যাট কিনতে নাকাল হবেন এই ৮ শহরে, হু হু করে বেড়ে গেল দাম- কলকাতায় কত হল ?