দীপাবলির পর থেকে পরপর কয়েকদিন সোনার দাম কমেছে। এখনও ধারা অব্যাহত।   গত ১৩ দিনের হিসেব বলছে সোনার দাম ১০২৪৬ টাকা কমে গিয়েছে।   একই পরিস্থিতি তৈরি হয়েছে রুপোর দামে (Silver Price)। এখন উৎসবের মরশুম শেষে, বিয়ের সিজনে সোনার কেমন দাম হল? যাঁরা বিনিয়োগের জন্য নয়, শুধুমাত্র সামাজিক রীতি মেনে সোনা কেনেন, তাঁদের জন্য দাম কমাটা নিঃসন্দেহে সুখবর। আজও একটু কমল দাম। শুক্রবারের পর আজও সোনার দাম কমল। দেখে নেওয়া যাক বাংলার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে। 

Continues below advertisement

আজকের সোনার দাম ( ১  নভেম্বর, ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২০৫৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৪৫৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১০৯৭২
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৪০৫
রুপো (৯৯৯) ১ কেজি ১৫০৩৮৮

*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।

Continues below advertisement

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                                       

আনন্দ রাঠি এবং স্টক ব্রোকার্সের বাণিজ্য ও মুদ্রা বিভাগের এভিপি মনীশ শর্মা বলেন, সোনা ও রূপার দামের নিম্নমুখী প্রবণতা আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উৎসবের মরশুমে যে উত্থান দেখা গিয়েছিল, এখন সেভাবে আর দাম বাড়বে না। প্রায় নয় সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দাম বৃদ্ধির পর, দাম হ্রাসের মূল কারণ হল ভারত ও চিনের মধ্যে বাণিজ্যের অগ্রগতি এবং বিশ্ব বাজারে সরবরাহ বৃদ্ধি। শর্মার মতে, এই কারণেই বিনিয়োগকারীরা রুপোর বাজারে মুনাফা বুকিং শুরু করেছেন। ২২ অগাস্ট থেকে দীপাবলি পর্যন্ত সোনা ও রূপা উভয়েরই দাম বেড়েছে।  বৃদ্ধি দেখা গেছে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য উত্তেজনা হ্রাসের পর, বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনা কেনা থেকে বিরত রয়েছেন।