বিয়ের মরশুম। সোনার দামে বাড়া কমা তো চলছেই। দেখে নিন আজ, শনিবার ২৯ নভেম্বর, কত হল সোনার দাম। এই দামের সঙ্গে অবশ্যই যুক্ত হবে জিএসটি, মেকিং চার্জ, সেই সঙ্গে কোনও পাথর বা হিরে বসানো গয়না হলে , তার দাম। 

Continues below advertisement

আজকের সোনার সকালের দাম ( ২৯ নভেম্বর ২০২৫)          

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৭৫৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২১২০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৬০৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৯৫০
রুপো (৯৯৯) ১ কেজি ১৭২৬৬৫

*Above rates are without 3% GST            

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                  

ভারতে, বিয়ে মানেই সোনা কেনা। হিরের গয়নাও অনেকের এখন পছন্দ।   সোনার  দাম  বেশি থাকা সত্ত্বেও  , এ বছর অনেকে সোনা কিনেছেন, কিনছেন। দাম বাড়া সত্ত্বেও গয়না শোরুমগুলিতে বেশ ভিড় । দেশজুড়ে স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এই মরসুমে গয়নার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  বিশেষজ্ঞদের  মতে, ভারতে বিয়ের অনুষ্ঠানে মোট ব্যয়ের প্রায় ১৫ শতাংশ গয়নার উপর ব্যয় হয়  । হিসেব বলছে, ভারতে আনুমানিক ₹৬.৫ লক্ষ কোটি (প্রায় ₹১ লক্ষ কোটি) টাকা ব্যয় হয় বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যে, ₹১ লক্ষ কোটি (প্রায় ₹১ লক্ষ কোটি) টাকার বেশি খরচ হয় কেবল সোনার গয়নার জন্য। ১৮  ক্যারেট সোনা  এবং  রত্নর চাহিদা   সবচেয়ে বেশি । গয়না  ব্র্যান্ডগুলির মতে, দেশজুড়ে বিয়ের ক্রেতারা  ক্রমশ ১৮ ক্যারেট সোনা ,  স্টেটমেন্ট গয়না  এবং বড়  রত্নপাথরের ডিজাইন  বেছে নিচ্ছেন  । ঐতিহ্যবাহী গয়নার  পাশাপাশি  আধুনিক ডিজাইনও বেছে নিচ্ছেন মানুষ , যা বিক্রি আরও বাড়াচ্ছে।  সারা দেশে বিয়ের জন্য ব্যয়ের নিরিখে সবচেয়ে বেশি খরচ হয় রাজধানী দিল্লিতে  । রাজধানীতে বিবাহের কেনাকাটায় আনুমানিক ₹১.৮ লক্ষ কোটি টাকা খরচ হয়। বিশেষজ্ঞরা এ বছর,  সোনা থেকে শুরু করে  হিরের গয়নার রেকর্ড বিক্রি আশা করছেন। দোকানে ভিড় ক্রমাগত বাড়ছে, এবং  জুয়েলাররা  বিশ্বাস করেন যে এই মরসুমটি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হবে।