কলকাতা: যত দিন যাচ্ছে, ততই লাফিয়ে বাড়ছে সোনার দাম। ১ ভরির দাম আগেই পেরিয়েছে সত্তর হাজার। তারপর ৭১ হাজার পেরিয়ে- এখন ১ ভরির দাম পেরিয়ে গিয়েছে ৭২ হাজার টাকাও। পয়লা বৈশাখের দিন আরও একটু বেড়ে গেল সোনার দাম। রাজ্যজুড়ে পয়লা বৈশাখে রবিবার কোথায় দাঁড়িয়ে রয়েছে সোনার দাম?

কারও শখ। কারও আবার বিনিয়োগের মাধ্যম। সোনা অনেকেরই পছন্দের তালিকার একেবারে প্রথমে থাকে। প্রয়োজনের জন্য বা বিনিয়োগের জন্য বাঙালিদের অনেকেরই দিনের শুরুতে চোখ থাকে সোনা-রূপার দামে। প্রতিদিনই ওঠানামা করে সোনার ও রুপোর দাম। দেশের এক এক রাজ্যে এক এক দিন- এক এক রকম দাম থাকে সোনার। কিন্তু আজ বাজারে সোনা-রূপার দাম ঠিক কী? কীভাবে বুঝবেন? মুশকিল আসান এবিপি লাইভ বাংলা। প্রতিদিন সোনা-রূপার দাম কত, তা জেনে নেওয়া যাবে এক ক্লিকেই।   

পয়লা বৈশাখে কত দাম?
আজ ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ- রবিবার। এদিন কিছুটা বেড়েছে ২৪ ক্যারাট সোনার দাম। আজ ২৪ ক্যারাট সোনা প্রতি গ্রামে বেড়েছে ২৩ টাকা। হয়েছে ৭২৩৫ টাকা। ২২ ক্যারাট সোনা- যা দিয়ে সোনার গয়না তৈরি হয়- পয়লা বৈশাখে প্রতি গ্রামে তার দাম ৬৯৮৯ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য এদিন দাম মিলবে প্রতি গ্রামে ৬৫৬৪ টাকা। আজ ১৮ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ৫৭৫৯ টাকা। রূপোর দাম পয়লা বৈশাখে মোটের উপর একই রয়েছে- ১ কেজির দাম ৮২,৭৯৯ টাকা।

সোনা (কত ক্যারেট) ওজন দাম (টাকা)
২৪ ক্যারেট ১ গ্রাম ৭২৩৫
২২ ক্যারেট (কিনলে) ১ গ্রাম ৬৯৮৯
২২ ক্যারেট (বেচলে) ১ গ্রাম ৬৫৮৪
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৫৯
রূপা (৯৯৯) ১ কেজি ৮২৭৯৯ টাকা

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ঢালাও গ্যারান্টি মোদির! আয়ুষ্মান ভারত নিয়ে বড় প্রতিশ্রুতি