Gold Price: সোনার দামে ফের বদল। এ যেন শেয়ার বাজারের মতই প্রতিদিন কমে আর বাড়ে। গতকাল একইদিনে দু-বার বদলে গিয়েছিল সোনার দাম (Gold Rate Today)। আর আজ মঙ্গলে গতকাল বিকেলের থেকেও বেড়ে গেল দাম। ফের কি দাম (Gold Silver Price) বাড়া শুরু হল ? আজ কিনতে গেলে কত খরচ হবে সোনায় ? 

দোকানে যাওয়ার আগে দেখুন
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

সোমবারের বাজারে কী বদল সোনার দামে

আজ মঙ্গলবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল বিকেলের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ আবার বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭০৯৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৮৫৮ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৬০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬৫১ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৭ হাজার ৮৩২ টাকা।

আজকের সোনার দর (১১ জুন, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭০৯৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮৫৮
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪৬০
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬৫১

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৭,৮৩২

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Gold Silver Rate: ১৪০০ টাকারও বেশি সস্তা রুপো, সোনার দাম আরও কমবে, দেশের কোথায় বেশি সস্তা গোল্ড ?