Gold Rate Today: সোনার দাম আবার বাড়ল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। ভোটের ফলাফলের দিন বেশ খানিকটা দাম বাড়তে দেখা গেলেও গতকাল ফলাফলের পরেই হু হু করে নেমে আসে সোনার দাম। কিন্তু সেই দামে স্বস্তি বজায় থাকেনি। আজ লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম। কত চলছে আজকের দর ? দেখে নিন রেটচার্টে। 

লক্ষ্মীবারে বাজারে কী বদল সোনার দামে

আজ বৃহস্পতিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২৬১ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০১৪ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৬০৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৮০ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম। বৃহস্পতিবার রুপোর দাম প্রতি কেজিতে ৯০ হাজার ৯৫৮ টাকা।

আজকের সোনার দর (৬ জুন, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭২৬১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০১৪
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৬০৮
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭৮০

 

রুপো (৯৯৯) ১ কেজি ৯০,৯৫৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু গতকাল বুধবার আবার খানিক দাম কমে গিয়েছে সোনার। ভোটের ফলাফলের হাওয়ায় দাম বেড়ে গিয়েছিল সোনার। সেই বাড়তি দামের রেশ আজকের বাজারেও বহাল রইল। দাম ফের বেড়ে গেল সোনার। 

আরও পড়ুন: Stock Market Update: আদানি গ্রুপের থেকে ৩৫০০ কোটির অর্ডার পেল BHEL, কালই বাড়বে শেয়ারের দাম ?