Gold Rate Today: অল টাইম হাই ছুঁল  সোনা-রুপোর দাম (Gold Silver Price) । সপ্তাহের শুরুতেই বেড়েছে রাজ্যের গোল্ড রেট (Gold Price Today) বাজার বিশেষজ্ঞরা বলছেন, আরও বাড়বে সোনার দাম। সেই ক্ষেত্রে এখন কিনলে ভাল কি ? 


আজকের সোনার দর (২১ অক্টোবর, ২০২৪):
সোনা                                   ওজন           দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)   ১ গ্রাম                ৭৭৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে)      ১ গ্রাম               ৭৩৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে)        ১ গ্রাম             ৭০৭০
১৮ ক্যারেট                         ১ গ্রাম                   ৬০৬০
রুপো (৯৯৯)                       ১ কেজি               ৯৭৩২৪


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 
 
শুভ মানেই সোনা
যেকোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে দেশে। সোনাকে ভারতে শুভ বলে মনে করা হয়। অনেক সময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। শেয়ার বাজারের অস্থিরতার ঝুঁকি না নিতে চাইলে সোনা অন্যতম বিনিয়োগের মাধ্যম হতে পারে।


গোল্ড বার না সোনার গয়না ?
 অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে।  রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 


অনেক স্বর্ণ ব্যবাসায়ীই ইদানীং হালকা ওজনের পকেট - ফ্রেন্ডলি গয়না দোকানে রাখছেন। সেগুলিতেই এখন অনেকের নজর। সোনা কেনার হিড়িক আরও বাড়ে দীপাবলি বা ধনতেরস এগিয়ে এলে। দাম বাড়লেও তখন অনেকেই একটু করে সোনা কিনে রাখতে চান।  তবে জেনে রাখুন, সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।


তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)


Best Mutual Funds: ৫ বছরে দিয়েছে 25 শতাংশের বেশি CAGR, এই থিম্যাটিক ফান্ডগুলির নাম জানেন ?