Gold Rate Today : বাজার বিশেষজ্ঞদের ধারণাই ঠিক হচ্ছে। মাঝে কিছুটা পড়লেও ফের গতি ধরেছে সোনার দাম (Gold Price)। আজ বাজারে (Stock Market) কিনতে গেলে কততে পাবেন সোনা। জেনে নিন, কী চলছে রাজ্যে রেট ?

Continues below advertisement

GST 2.0 : নতুন করে জিএসটি সংস্কারের (GST Reforms) পরে সোনা কিনলে এখন কি লাভবান হবেন ? না অন্যকিছুতে বিনিয়োগ করা ভাল। এই নিয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা। 

সোনায় বেশি ভারসা রাখে ভারতীয়রাবিশ্ববাজারের ভাবনার সঙ্গে অনেক ক্ষেত্রেই মেলে না ভারতীয়দের বিনিয়োগ ধারা। একদিকে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা বিনিয়োগের ডিজিটাল পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ববাজার। সেখানে দাঁড়িয়ে ভারতের মধ্যবিত্তরা এখনও সোনাকে বিনিয়োগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচনা করে। সোনা কেবল গয়না হিসেবেই কার্যকর নয়। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নগদে রূপান্তর করাও সম্ভব। এই কারণেই উৎসব ও বিয়ের মরশুমে এর চাহিদা আরও বেড়ে যায়।

Continues below advertisement

সোনা (Gold Price) কিনতে এবার পকেটে টান পড়বে সাধারণ গ্রাহকদের। কিন্তু পুজো-পার্বণ হোক বা পারিবারিক অনুষ্ঠান. সোনা কেনা এখনও বাঙালির ঐতিহ্য। শুক্রবার ঠিক কত হল সোনা-রুপোর দাম। 

আজকের সোনার দাম (১২ সেপ্টেম্বর, ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১০৯৭০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১০৪২০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯৯৮২
১৮ ক্যারেট ১ গ্রাম ৮৫৫৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,২৭,৭৪৭

*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।     সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।   

ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।