Holiday List 2025: এপ্রিল মাসে ছুটির পর ছুটি। এই একটি সপ্তাহেই দুটি ছুটির দিন পরপর। গত সোমবার ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যেই বন্ধ (Bank Holiday) ছিল ব্যাঙ্ক। তবে খোলা ছিল স্টক মার্কেট। এবার রয়েছে গুডফ্রাইডে। এই বছর ২০২৫ সালে গুডফ্রাইডে উপলক্ষ্যে ১৮ এপ্রিল শুক্রবার কি বন্ধ থাকছে ব্যাঙ্ক, স্টক মার্কেট (Stock Market Holiday) ? দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা।
১৮ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকছে ?
খ্রিস্টানদের বড় উৎসব গুডফ্রাইডে উপলক্ষ্যে দেশে জাতীয় ছুটি ঘোষিত হয়েছে আগেই। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে এই দিনে সারা দেশে বন্ধ থাকবে না ব্যাঙ্ক। কিছু কিছু রাজ্যে ব্যাঙ্ক খোলাই থাকবে। এটি জাতীয় ছুটি হলেও ব্যাঙ্কের ক্ষেত্রে এই ছুটি সারা দেশের জন্য প্রযোজ্য নয়। ১৮ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষ্যে গুড ফ্রাইডের জন্য আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবেনশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গৌহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এদিন মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বহাল থাকবে। ঘরে বসে অনলাইনে ব্যাঙ্কের কাজকর্ম সেরে নিতে পারবেন গ্রাহকরা।
এপ্রিলে আর কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক
২০ এপ্রিল রবিবার – এদিন সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি রয়েছে।
২১ এপ্রিল সোমবার – আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে গড়িয়া পুজো উপলক্ষ্যে।
২৬ এপ্রিল শনিবার – চতুর্থ শনিবার হওয়ার দরুণ ব্যাঙ্কের সাধারণ ছুটি রয়েছে এদিন।
২৭ এপ্রিল রবিবার - এদিন সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি রয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীর কারণে এদিন সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩০ এপ্রিল বুধবার – অক্ষয় তৃতীয়া বা বাসব জয়ন্তী উপলক্ষ্যে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বেঙ্গালুরুতে।
স্টক মার্কেটেও কি ট্রেড করা যাবে না ১৮ এপ্রিল ?
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের ছুটির তালিকা অনুসারে, গুডফ্রাইডেতে ১৮ এপ্রিল স্টক মার্কেটে ছুটির দিন রয়েছে। ফলে NSE এবং BSE আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে। ট্রেডিং করা যাবে না। আর আগামীকালের ছুটির দিন ধরে টানা ৩ দিন ছুটি রয়েছে স্টক মার্কেটে। আগামী সোমবার ২১ এপ্রিল ফের খুলবে বাজার। এপ্রিল মাসে মোট ১১ দিন ছুটি রয়েছে স্টক মার্কেটে, এর মধ্যে শনি ও রবিবার মিলিয়েই ৮ দিন ছুটি রয়েছে।