Google Play: ওটিটির (OTT Platform) ভরা বাজারে এখন মোবাইলে সিনেমা (Mobile Movies) দেখার হাজারও একটা উপাদান রয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি লিভ, জি ফাইভ থেকে শুরু করে গুগল প্লে মুভিজও (Google Play Movies) রয়েছে এই তালিকায়। অন্যান্য ওটিটি অ্যাপে তত না হলেও গুগল প্লে মুভিজে ভাড়া দিয়ে অনেকেই সিনেমা দেখতে অভ্যস্ত। তবে আর দেখা যাবে না সিনেমা। গুগল প্লে মুভিজ এবং টিভি অচিরেই বন্ধ হয়ে যাবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানি। গুগল প্লে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি।


এর আগে অক্টোবর মাসে গুগল সব স্মার্ট টিভি থেকে সরিয়ে নিয়েছিল গুগল টিভি (Google TV) অ্যাপটি। গুগলের তরফে জানানো হয়েছে আগে থেকে কেনা সিনেমার প্রদর্শনের প্রক্রিয়া আরও সহজ করার জন্যেই এই পদক্ষেপ করেছে সংস্থা। তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে আগামী ১৭ জানুয়ারি, ২০২৪ থেকেই বন্ধ হয়ে যাবে এই অ্যাপ। তবে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা, রেন্টে নেওয়া সিনেমা দেখতে পারবেন খুব সহজেই।


সেক্ষেত্রে ব্যবহারকারীকে যেতে হবে শপ ট্যাবে। সেখানেই দেখা যাবে পূর্বে কিনে রাখা সব সিনেমা। তার সঙ্গে এই ট্যাবের মাধ্যমেই অ্যান্ড্রয়েড টিভিতে নতুন সিনেমা কেনা বা ভাড়া নেওয়ার ব্যাপারটি সহজসাধ্য হবে। শপ ট্যাবের লাইব্রেরিতে খুব সহজে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা বা ভাড়া নেওয়া সিনেমা দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন।


কিনে রাখা সিনেমা কি দেখতে পারবেন না?


এই অ্যাপটি বন্ধ হয়ে যাবার পর ইউটিউব (Youtube) থেকেই ব্যবহারকারীরা সিনেমা ভাড়া নেওয়া বা কিনতে পারবেন। এমনকি ইউটিউবের সাহায্যে আগে থেকে কিনে রাখা বা ভাড়া নেওয়া কনটেন্টও সহজেই দেখা যাবে। ১৭ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। গুগল আশ্বাস দিয়েছে ইউটিউবের পরিষেবা যাতে সমস্ত দেশেই সঠিকভাবে পাওয়া যায় সে ব্যাপারে সংস্থা পদক্ষেপ করবে। ডিজিটাল বিনোদনের দুনিয়ায় গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের উপর কতটা প্রভাব ফেলবে বা গুগলের ব্যবসায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা।


গুগল প্লে-তে (Google Play) কিনে রাখা সিনেমা, টিভি এপিসোড দেখার প্রক্রিয়া আরও সহজতর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই জানানো হয়েছে গুগলের ততফে। একইসঙ্গে তারা এও জানিয়েছে আগামী বছর এপ্রিল মাস থেকে হয়ত গুগল পডকাস্টের পরিষেবাও বন্ধ করে দিতে পারে গুগল। তবে এ বিষয়ে এখনও কোনো স্থির সিদ্ধান্তে আসেনি সংস্থা।  


আরও পড়ুন: আজ কি বাড়ল জ্বালানির দর? সকালেই ফুল ট্যাঙ্ক করাবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।