নয়াদিল্লি: এতদিন পর্যন্ত ভারতের ৪ শতাধিক রেল স্টেশনে ফ্রি-তে পরিষেবা দিয়ে এসেছে গুগল।  এবার সেই পরিষেবা পুরোপুরি বন্ধ করতে চলেছে জনপ্রিয় মার্কিনি সংস্থা।


ভারতীয় রেল ও রেলটেল কর্পোরেশনের সঙ্গে হওয়া কথা অনুযায়ী ২০১৫ সালের শুরু থেকেই কাজ শুরু করে গুগল। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত তারা বিনামূল্যে সেই পরিষেবা দেবে। তারপর একে একে ভারতের সব রেল স্টেশন থেকেই বিনামূল্যের পরিষেবা তুলে দেওয়া হবে জানিয়েছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত। একটি বিবৃতিতে গুগলের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে হওয়া পার্টনারশিপ অনুযায়ী ২০১৮ সালের জুনের মধ্যেই দেশের হাজারের বেশি অঞ্চল ও রেল স্টেশনে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়ে আরও একাধিক দেশের সহযোগিরা রেল স্টেশনে পরিষেবা চাইছে। সেই মতো আমরা সাড়াও দিচ্ছি। ভারত সরকার ও ভারতীয় রেলের কাছে আমরা কৃতজ্ঞ, অল্প কিছু বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছানো সম্ভব হয়েছে।”


ভারতে ইন্টারনেট তুলনামূলক সস্তা, সে কারণেই রেল স্টেশন থেকে পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ভারতের একজন ইন্টারনেট ব্যবহারকারি প্রতিমাসে অন্তত ১০ জিবি করে ডেটা ব্যবহার করে। সম্প্রতি ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে ভারতে ডেটার দাম কমেছে ৯৫ শতাংশ।


উল্লেখ্য, গত মাসেই গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিসকো। বিশ্বজুড়ে হাই স্পিড ওয়াই-ফাই পরিষেবাকে আরও সচল করতেই একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল ও সিসকো। ভারতেও এই দুই সংস্থা একসঙ্গে কাজ করবে।