কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা artificial intelligence নিয়ে দীর্ঘদিন ধরেই নানা নতুন পদক্ষেপ করে আসছে Google. বেশ কিছুদিন ধরেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-সংক্রান্ত একাধিক Tools সামনে এনেছে গুগল। আঁকা থেকে লেখা-সবই এক নিমেষে করে ফেলতে পারবে AI. বিজ্ঞাপন এবং জিনিসপত্র বেচাই এর মূল ব্যবসায়িক মডেল। এবার অনলাইন শপিংয়ের জন্য়ও Google আনল নতুন একটি উপায়। 


অনলাইন শপিংয়ে জামা-জুতোর মাপ, রং- এসব বুঝতে বেশকিছুটা সমস্য়া হয়। অনলাইনে পছন্দের জামা কেনার পরে অনেকসময়েই মনে হয় ফিটিংস ঠিক হয়নি। অথবা মনে হয় এমন রং মানাচ্ছে না। তাই এবার সেই সমস্য়ার সমাধান করবে Google-এর এই Tool. মডেলের ছবি ব্যবহার করে সবরকম মাপের জামা বোঝা যাবে এর মাধ্যমে। XXS থেকে 3XL- সবরকম মাপের জামা পরানো যাবে ওই মডেলকে। তবে জামাটি হবে AI- Generated ভার্সন। গুগলের প্ল্যাটফর্ম ব্য়বহার করে যে যে ব্র্যান্ড জামা বিক্রি করে, সেগুলির AI- Generated ভার্সন থাকবে। 


এমন ব্যবস্থা থাকবে যাতে বিভিন্ন ধরনের চেহারা, ত্বকের রংয়ের সঙ্গে কোন পোশাক কেমন দেখতে লাগবে। যে মডেল- নিজের চেহারার সঙ্গে মিল পাওয়া যাবে। সেটাকে ডিফল্ট মডেল হিসেবে সেভ করে নেওয়া যাবে। তবে আপাতত এই সুবিধাটি শুধুমাত্র মহিলাদের টপ বা জামার ক্ষেত্রে পাওয়া যাবে।


আরও পড়ুন: একের বেশি ফর্ম ১৬ থাকলে কীভাবে ফাইল করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ? রইল সহজ সমাধান