নয়াদিল্লি: রেফ্রিজারেন্টস সহ এয়ারকন্ডিশনার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিল সরকার। ঘরোয়া ম্য়ানুফ্যাকচারিংয়ে উত্সাহ দেওয়া, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের আমদানি কমানোই এহেন সিদ্ধান্ত নেওয়ার কারণ বলে জানা গিয়েছে।
এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বলেছে, রেফ্রিজারেন্টস সমেত এয়ার কন্ডিশনার আমদানির নীতি সংশোধন করা হচ্ছে। অবাধ আমদানি বন্ধ করে একেবারে নিষিদ্ধ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা বহাল হচ্ছে রেফ্রিজারেন্টস সহ উইন্ডো ও স্প্লিট, দু ধরনের এসিতেই। প্রসঙ্গত, উত্সবের মরসুমের শুরুতে ইলেকট্রনিক ভোগ্যপণ্যের বিক্রিবাট্টা যখন কিছুটা বাড়ছে, তখনই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
প্রসঙ্গত, দেশীয় ম্যানুফ্যাকচারিং শিল্প চাঙ্গা করার পাশাপাশি অতি প্রয়োজনীয়, আবশ্যকীয় নয়, এমন পণ্যের আমদানির পিছনে ব্যয় কমানোর লক্ষ্যে পদক্ষেপ করছে সরকার। গত জুন মাসে সরকার মোটর গাড়ি, বাস, লরি ও মোটরসাইকেলে ব্যবহৃত কিছু নতুন ধরনের নিউমেটিক টায়ারের আমদানির ওপর বিধিনিষেধ জারি করেছিল।