Central Govt News:  উৎসবের মরসুমের আগে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার এই সেক্টরে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বাড়ানোর ঘোষণা করেছে। এসব শ্রমিকদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা মাথায় রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধি 1 অক্টোবর, 2024 থেকে কার্যকর হবে৷


১ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি
এই সিদ্ধান্তের বিষয়ে তথ্য দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থায় নির্মাণ, লোডিং এবং আনলোডিং, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, পরিচ্ছন্নতা, গৃহস্থালি, খনি, কৃষির সাথে জড়িত শ্রমিকরা এর থেকে একটি বড় সুবিধা পাবেন। নতুন ন্যূনতম মজুরি 1 অক্টোবর, 2024 থেকে প্রযোজ্য হবে। এর আগে 2024 সালের এপ্রিলে ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছিল। মন্ত্রক জানিয়েছে, পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পর্যালোচনা করে ন্যূনতম মজুরির হার বাড়ানো হয়েছে।


কারা পাবেন ন্যূনতম কত টাকা
ন্যূনতম মজুরির হারকে দক্ষ, অদক্ষ, আধা-দক্ষ এবং অত্যন্ত দক্ষ এবং ভৌগোলিক এলাকায় ভাগ করা হয়েছে A, B এবং C। ন্যূনতম মজুরির হার বৃদ্ধির পর নির্মাণ, পরিচ্ছন্নতা, লোডিং-এ কর্মরত অদক্ষ শ্রমিকদের মজুরি এবং এরিয়া A-তে আনলোডিং বাড়ানো হয়েছে। প্রতিদিন 783 টাকা বা প্রতি মাসে 20,358 টাকা পাবেন তাঁরা।


অর্ধ-দক্ষ কর্মীদের জন্য ন্যূনতম মজুরি প্রতিদিন 868 টাকা বা প্রতি মাসে 22,658 টাকা এবং দক্ষ, কেরানি, ওয়ার্ডের জন্য ন্যূনতম মজুরি প্রতিদিন 954 টাকা বা প্রতি মাসে 24,804 টাকা বাড়ানো হয়েছে। অত্যন্ত দক্ষ এবং ওয়ার্ডের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রতিদিন 1035 টাকা বা 26,910 টাকা বাড়ানো হয়েছে।


বছরে দুবার রিভিউ
কেন্দ্রীয় সরকার শিল্প কর্মীদের জন্য উপভোক্তা মূল্য সূচক (সিপিআই) বৃদ্ধির পর বছরে দুবার পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পর্যালোচনা করে। যা 1লা এপ্রিল এবং 1লা অক্টোবর থেকে কার্যকর হয়৷


সূত্রের খবর ,শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে মোদি সরকার। শোনা যাচ্ছে, এবার ৩-৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি পতে পারে। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেই ক্ষেত্রে লাভবান হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মূলত, মূল্যবৃদ্ধি থেকে কর্মীদের স্বস্তি দিতে এই ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে থাকে সরকার।


Medicines Failing Quality Test: প্যান ডি, প্যারাসিটামল ছাড়া ৫০ টিরও বেশি ওষুধকে নিম্নমানের তকমা, আপনি কোনটা খান ?