নয়াদিল্লি: কোভিড-১৯ লকডাউন থেকে মুক্তির পথ হিসেবে সরকার যদি দেশের বিভিন্ন প্রান্তে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নেয়, তাহলে শিল্পের পুনরুদ্ধারের প্রক্রিয়া তীব্র মন্থর হবে। এমনটাই মনে করেন দেশের অন্যতম শিল্পপতি আনন্দ মহিন্দ্র।
মহিন্দ্র গোষ্ঠীর চেয়ারম্যান বলেছেন, দেশের কয়েকটি প্রান্ত থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার যদি লকডাউনের পরিমাপযুক্ত উত্তোলনের অর্থ হয়ে থাকে, তাহলে শিল্পের পুনরুদ্ধারের গতি অত্যন্ত মন্থর হবে।
তিনি যোগ করেন, উৎপাদন ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট শিল্পের একটিও অনুসারী বা ফিডার কারখানা লকডাউন থাকে, তাহলে চূড়ান্ত উৎপাদন থমকে যাবে।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে, সেই লকডাউনের সময় বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেন।
এর ফলে, দেশের অর্থনৈতিক প্রক্রিয়া সব থমকে গিয়েছে। তবে, ২০ এপ্রিল সরকার দেশের কয়েকটি জায়গায় উৎপাদন শিল্পের কাজ শুরু করার অনুমতি দেয়। কিন্তু, তা সত্ত্বেও, অনেক জায়গায় প্রশাসনিক থেকে কাঁচামাল ও যানবাহনের সমস্যার জন্য কাজ শুরু হয়নি।