IPO Alert: ডিসকাউন্ট ব্রোকারেজ সংস্থা গ্রো-তে অনেক বিনিয়োগকারী শেয়ার কেনা-বেচা করেন, ট্রেডিং করেন। এই প্ল্যাটফর্ম (IPO Alert) এবার নিজেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চাইছে। বাজারে আইপিও আনতে চলেছে এই ব্রোকারেজ সংস্থা। জানা গিয়েছে এই আইপিওর (Groww IPO) ইস্যু প্রাইস থাকবে ৭-৮ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা। আইপিও আনার জন্য অনেক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে এই সংস্থা। যদিও কবে এই আইপিও আসবে তা জানা যায়নি। শেয়ার বাজারের মনোভাব বুঝে তবেই আইপিও আনবে সংস্থা, এমনটাই জানা গিয়েছে।

গ্রো-এর প্রতিদ্বন্দ্বী ব্রোকারেজ প্ল্যাটফর্ম অ্যাঞ্জেল ওয়ান ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে, জিরোধাও তাই। অ্যাঞ্জেল ওয়ানের ইস্যু প্রাইস ছিল ৩ বিলিয়ন ডলারেরও কম। গ্রো আদপে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা এবং এর অধীনে একটি এনবিএফসিও রয়েছে যারা ঋণ দিয়ে থাকে।

দেশের সবথেকে বড় ডিসকাউন্ট ব্রোকারেজ সংস্থা, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই সংস্থার প্রত্যক্ষ বিনিয়োগকারী বা ব্যবহারকারীর সংখ্যা ছিল ১.৩ কোটি টাকা। আর জিরোধায় সেখানে এই মেয়াদের মধ্যে প্রত্যক্ষ ব্যবহারকারী ছিল ৮১ লক্ষ। অ্যাঞ্জেল ওয়ানের মোট ৭৮ লক্ষ বিনিয়োগকারী ছিল এই মেয়াদের মধ্যে। ২০২৪ সালের নভেম্বর মাসের মধ্যে গ্রো ৫০ লক্ষেরও বেশি ব্যবহারকারীকে যুক্ত করেছে। মোট গ্রাহকের প্রেক্ষিতে পিছনে ফেলেছে জিরোধা ও অ্যাঞ্জেল ওয়ানকেও।

২০২৩-২৪ অর্থবর্ষে গ্রো-র অপারেটিং মুনাফা ১৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৩৫ কোটি টাকা যা আগের বছর ছিল ৪৫৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার মোট কনসলিডেটেড রেভিনিউ ছিল ১৪৩৫ কোটি টাকা। গত বছরেই এই সংস্থা তাঁর অফিস ডেলাওয়্যার থেকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করেছে। আর সেই কারণে ১৩৪০ কোটি টাকার এককালীন আবাসিক কর দেওয়ার কারণে ৮০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Salary Hike: নতুন বছরে সুখবর, ফেব্রুয়ারি থেকেই বেতন বাড়বে এই টেক সংস্থার কর্মীদের