Nirmala Sitharaman: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে থেকেই পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পণ্য ও পরিষেবা করের (GST) আওতায় পেট্রোল-ডিজেলকে আনা হবে কিনা তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। শনিবার ৫৩ তম জিএসটি কাউন্সিলের সভায় (GST council meeting) যা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী (Finance Minister)। 


এই নিয়ে কী বললেন অর্থমন্ত্রী
পেট্রোল-ডিজেল নিয়ে এক প্রশ্নের উত্তরে নির্মলা সীতারামন জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনা স্পষ্ট। আগামী দিনে সরকার জিএসটির আওতায় পেট্রোল ও ডিজেলকে অন্তর্ভুক্ত করতে চায়। 53 তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনের সময় অর্থমন্ত্রী একটি প্রশ্নের জবাব দেন।


পেট্রোলের দাম কবে কমবে ? রাজ্যগুলির দিকে তাকিয়ে সরকার 
আজ পেট্রোল ডিজেলের দামের বিষয়ে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রসঙ্গ তুলে এনেছেন সীতারামন। তিনি বলেছেন, পেট্রোল-ডিজেলকে জিএলটির আওতায় আনার বিষয়টা রাজ্যগুলির একত্রিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। অর্থমন্ত্রী বলেন, “আমরা (মিটিং চলাকালীন) এটি নিয়ে আলোচনা করিনি।


তবে আমার মনে আছে, জিএসটি প্রণয়নের সময় পেট্রোল-ডিজেলের বিষয়ে অরুণ জেটলি একটি কথা বলেছিলেন। রাজ্যগুলি একবার সম্মত হলে তাদের কাউন্সিলে করের হার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়া হলে তা কার্যকর করা হবে। আমাদের এই বিষয়ে আগে আইন সংশোধন করতে হবে না। এটাকে জিএসটি-তে আনা যাবে এমন বিধান আগেই করা হয়েছে। রাজ্যগুলি একমত হলেই জিএসটি কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে তারা কোন হারে একমত হোন সেটাই আগে জানতে হবে।”


আজ কোন কোন জিনিসের জিএসটি হারে পরিবর্তন


এখন প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি চার্জ করা হবে না। সেই সঙ্গে স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি সোলার কুকার ও দুধের ক্যানের ওপর ১২ শতাংশ জিএসটি আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের জল ছেটানেরা মেশিনের ওপর 12 শতাংশ জিএসটি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কাগজের কার্টন বাক্স ও স্প্রিংকলারের উপর জিএসটি হ্রাস হিমাচল ও জম্মু ও কাশ্মীরের আপেল চাষীদের উপকার করবে। 


জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। একই পরিমাণ হাইকোর্টের জন্য 1 কোটি টাকা ও সুপ্রিম কোর্টের জন্য 2 কোটি টাকা হবে। 


GST Council Meeting: দুধের ক্যানে জিএসটি, প্ল্যাটফর্ম টিকিটে ছাড়, নতুন জিএসটির হার ঘোষণা