Fake Companies GST Registration: সম্প্রতি দেশের কেন্দ্রীয় ট্যাক্স অফিসাররা ১৮ হাজার ভুয়ো সংস্থাকে চিহ্নিত করেছেন যে সংস্থাগুলি নিজেদের জিএসটির (GST Evasion) অধীনে নিবন্ধীত করেছিল, কিন্তু ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। এবার প্রকাশ্যে এসেছে জালিয়াতি।


সারা দেশ জুড়ে ভুয়ো সংস্থা চিহ্নিত করার উদ্যোগ


সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনে সারা দেশ জুড়ে ভুয়ো সংস্থা চিহ্নিত করার কাজে যোগ দিয়েছেন আয়কর আধিকারিকরা। এই কার্যক্রমের মাধ্যমেই জিএসটি অফিসাররা মোট ৭৩ হাজার সংস্থাকে চিহ্নিত করেছেন যেগুলি শুধুমাত্র ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কোনো মালপত্র বিক্রি না করেই জিএসটি ফেরতের দাবি জানাত এই সংস্থাগুলি এবং সরকারের সঙ্গে প্রতারণা করছিল এই সংস্থাগুলি।


দ্বিতীয়বার চলে তল্লাশি


ভুয়ো সংস্থা চিহ্নিত করার লক্ষ্যে দ্বিতীয়বার তল্লাশি চালিয়ে জিএসটি আধিকারিকরা ৭৩ হাজার জিএসটিআইএন নম্বর খুঁজে পেয়েছেন। এর মধ্যে ১৮ হাজার সংস্থার আদপেই কোনো অস্তিত্ব ছিল না। এই সংস্থাগুলি মোট ২৪,৫৫০ কোটি টাকার কর ফাঁকির জালিয়াতি করেছিল। পিটিআই সংবাদমাধ্যমকে এই তথ্যই জানিয়েছেন জিএসটি আধিকারিকরা।


স্বেচ্ছায় জিএসটি পেমেন্ট


এই তল্লাশি চলার সময় জানা গিয়েছে সংস্থাগুলির পক্ষ থেকে মোট ৭০ কোটি টাকা জিএসটি জমা করা হয়েছে।


ভুয়ো জিএসটি রেজিস্ট্রেশন ধরার জন্য কেন্দ্র সরকার এখন অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। সমস্ত ক্ষেত্রেই ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। বিগত ১৬ অগাস্ট দ্বিতীয়বারের জন্য জিএসটি রেজিস্ট্রেশন চিহ্নিত করার প্রয়াস চলেছে, গোটা অক্টোবর মাস পর্যন্ত চলেছে এই ড্রাইভ। প্রথম তল্লাশিতে ১৬ মে ২০২৩ থেকে ১৫ জুলাই ২০২৩-এর মধ্যে ২১,৭৯১টি ভুয়ো সংস্থাকে চিহ্নিত করেছেন আধিকারিকরা। গত বছর একইভাবে ২৪,০১০ কোটির করফাঁকি ধরে ফেলেছিলেন জিএসটি আধিকারিকরা।


ডিজিজিআই-এর বার্ষিক প্রতিবেদন অনুসারে জিএসটি ফাঁকির (GST Fraud) ৪৬ শতাংশ ধরা পড়েছে আয়কর না দেওয়ার ক্ষেত্রে, ২০ শতাংশ রয়েছে ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট, অন্যদিকে ১৯ শতাংশ রয়েছে অনৈতিক উপায়ে কর বাঁচানোর সুবিধে নেওয়ার মধ্যে। জিএসটি ইন্টেলিজেন্স জানিয়েছে গত অর্থবর্ষে এরকম ৬০৮৪টি ক্ষেত্রে ২.০১ লক্ষ কোটি টাকার কর ফাঁকির ঘটনা ধরা পড়েছে তাদের অনুসন্ধানে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bank Holiday: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটি না জেনে গেলে কাজ হবে না