Tax on Premiums: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানোর জন্য সারা দেশ জুড়েই দাবি উঠেছে। আর এই কর কমানোর চর্চা এখন জিএসটি কাউন্সিলের কাছেও পৌঁছে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে জিএসটি কাউন্সিলের (GST on Health Insurance) বৈঠক। ফলে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর কত কর কমানো হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে আর ৪ দিন পরেই। যদিও ফিটমেন্ট কমিটি প্রিমিয়ামে কর কমানোর (Health Insurance Premiums) বদলে আরও কিছু উপায় জানিয়েছে যাতে গ্রাহকরা খানিক স্বস্তি পান, তবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্র।


এই দাবি জানিয়েছেন নীতীন গডকড়ী


জিএসটি কাউন্সিল এখনকার নতুন পরোক্ষা কর সংগ্রহের নিয়মে সবথেকে বড় সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা। ব্যক্তির স্বাস্থ্যবিমায় জিএসটি নিয়ে এখন জোর চর্চা চলছে সারা দেশজুড়ে। এমনকী সরকারের বিদ্রুপ করছে বিরোধী পক্ষের নেতারাও। মোদি সরকারের অন্যতম বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ীও এই দাবি তুলেছেন। সম্প্রতি অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি একটি চিঠিও লিখেছেন যাতে স্বাস্থ্যবিমার উপর জিএসটির বোঝা কমানো হয়।


কাউন্সিলের উপর সিদ্ধান্তের ভার ছেড়েছে ফিটমেন্ট কমিটি


ব্যক্তিগত স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানোর বিষয়টি ভেবে দেখছিল এতদিন দেশের ফিটমেন্ট কমিটি। কেন্দ্রের ও রাজ্যের উভয় রাজস্ব আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন। জিএসটি কাউন্সিলের উপর পুরো সিদ্ধান্তের ভার ছাড়ার আগে এই কমিটির তরফ থেকে অনেক বিকল্পের উল্লেখ করা হয়েছে। কমিটি এও ব্যখ্যা করেছে যে তাদের প্রণীত নিয়ম বিকল্প চালু করলে তা দেশের রাজস্বে কী প্রভাব আনবে।


৫ শতাংশে নামিয়ে আনতে হবে জিএসটি


এখন সমস্ত রকম স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ক্ষেত্রে ১৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ জিএসটির পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি হার কমিয়ে আনা হয়, তাহলে প্রত্যেকের পক্ষেই স্বাস্থ্যবিমা নেওয়া অনেক সহজতর হবে এবং সস্তা হয়ে যাবে। এর ফলে তাদের অনেক কম টাকা প্রিমিয়ামের জন্য দিতে হবে।


জিএসটি থেকে সরকারের বিপুল আয়


২০২২-২৩ অর্থবর্ষের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ৯০ হাজার কোটি টাকার স্বাস্থ্যবিমার প্রিমিয়াম জমা পড়েছে কেন্দ্রের ঘরে, মোট প্রিমিয়াম সংগ্রহের অঙ্ক যেখানে ৯০ হাজার ৩২ কোটি সেখানে ব্যক্তিগত স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের অঙ্ক ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। এখনকার ১৮ শতাংশ জিএসটি নিয়ম ধরে এই প্রিমিয়াম সংগ্রহের উপর সরকারের কোষাগারে শুধুমাত্র ৬৩৫৪ কোটি টাকা কর জমা হয়েছে। এর ফলে এই পরিমাণ রাজস্ব সংগ্রহ কমে যাবে যদি জিএসটি কমানো হয়।


আরও পড়ুন: কালো তালিকায় ২.৭৫ লক্ষ ফোন নম্বর, বন্ধ হল ৫০ সংস্থার পরিষেবাও- এবার কমবে জালিয়াতি ?