GST Reforms: জিএসটি কাউন্সিল ৩ সেপ্টেম্বর জিএসটি কাঠামোতে আমূল বদল এনেছে যা ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই সংস্কারগুলি জিএসটি হ্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জন্য যথেষ্ট সাশ্রয় আনতে প্রস্তুত।

যেমন ধরে নেওয়া যাক দিল্লির একজন মধ্যবিত্ত বাসিন্দা যিনি মাসে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা আয় করেন, দুই সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। এই পরিবর্তনগুলির কারণে তিনি তার মাসিক বাজেটে উল্লেখযোগ্য সঞ্চয় দেখতে পাবেন।

নতুন জিএসটি সংস্কারের অধীনে পনির, ঘি, নমকিন, প্যাকেটজাত পানীয় জলের মত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে কর ১২ শতাংশ বা ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি কোনও পরিবার এই জিনিসপত্রের উপর প্রতি মাসে ৫০০০ টাকা করে ব্যয় করে তাহলে পুরনো হারে ১২ শতাংশ জিএসটি ছিল ৬০০ টাকা যার ফলে মোট খরচ ৫৬০০ টাকা হয়ে যায়। আর এখন জিএসটি কমার ফলে এবং ৫ শতাংশে নেমে আসার পরে কর হয়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা। আর তাই এখন এই ব্যক্তির খরচ হবে ৫২৫০ টাকা। মাসে ৩৫০ টাকা।

পোশাক ও জুতোতে খরচ

এর আগে পোশাক ও জুতোতে ১২ শতাংশ হারে জিএসটি কার্যকর হত ২৫০০ টাকা। তা এখন কমে এসেছে ৫ শতাংশে। যদি কোনও পরিবার প্রতি মাসে তাদের সন্তানের জন্য জুতো পোশাকের পিছনে ২০০০ টাকা করে খরচ করেন তাহলে তাকে পুরনো নিয়মে ২৪০ টাকা দিতে হত। জিএসটি কমার ফলে তার খরচ হবে ১৪০ টাকা। ২২৪০ টাকা থেকে কমে জিএসটি সহ সেই খরচ হবে ২১০০ টাকা।

স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় খরচ কমবে

পার্সোনাল কেয়ার পণ্য, যেমন শ্যাম্পু, সাবান হেয়ার অয়েল ইত্যাদিতে আগে ১৮ শতাংশ জিএসটি ছিল, ফলে যদি কোনও পরিবারে মাসে ১৫০০ টাকা খরচ হয় এই খাতে তাহলে তাঁকে জিএসটি বাবদ দিতে হত ২৭০ টাকা। আর এখন ৫ শতাংশ হারে তাঁকে জিএসটি দিতে হবে মাত্র ৭৫ টাকা। খরচ বাঁচবে ১৯৫ টাকা। আর একইভাবে স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামেও খরচ কমবে। প্রতি মাসে ২০০০ টাকা করে প্রিমিয়াম দিতে হলে জিএসটিতে খরচ আগে হত ৩৬০ টাকা, সেটা এখন খরচ হবে শূন্য।

ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে ১১৬৫ টাকা মত খরচ ব্যক্তির তথা পরিবারের প্রতি মাসে বেঁচে যাবে। আর বছরে এভাবে খরচ বাঁচবে ১৩,৯৮০ টাকা অর্থাৎ ১৪ হাজার টাকা।