Harley Davidson Updates: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। বাইক বাজারে তাদের নতুন মডেল আনতে চলেছে হার্লে ডেভিডসন (Harley Davidson)। সম্প্রতি কোম্পানির 500 সিসি প্যারালাল-টুইন বাইক দেখা গেছে। বাইকটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। 


Harley Davidson Bikes: কোথায় দেখা গেছে এই বাইক ?
শোনা যাচ্ছে, ভারতের বাজারে দেখা যাবে এই বাইক।চিনে এই হার্লে-ডেভিডসন বাইক স্পট করেছে অটো ব্লগাররা। কিয়ানজিয়াং গ্রুপের সঙ্গে এটি হারলে-ডেভিডসনের (Harley Davidson) দ্বিতীয় মডেল হতে পারে। এই বাইক নিয়ে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে।


Harley Davidson Updates:হারলে-ডেভিডসন বেনেলির মূল কোম্পানি Qianjiang গ্রুপের সঙ্গে গাঁটছড়া বেঁধে বেশ কয়েকটি মডেলের ওপর কাজ করছে। এগুলি চিন ও ভারত সহ অনেক উন্নয়নশীল বাজারে বিক্রির জন্য চালু হতে পারে। যদিও এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে অনেক মিডিয়া রিপোর্টে এই কথার উল্লেখ করা হয়েছে।


Harley Davidson Bikes: নতুন এই  বাইকটি আসলে মেড-ইন-চায়না হার্লে-ডেভিডসন বাইক। নতুন ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে, যে 500cc প্যারালাল-টুইন ইঞ্জিনটি বাইকে দেওয়া হয়েছে। বাইকে রোডস্টার বডিওয়ার্ক দিয়েছে কোম্পানি। নতুন বাইকটি Benelli Leoncino 500 এর উপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এতে Leoncino 500's ফ্রেম, ফ্রন্ট 
সাসপেনশন, রেডিয়াল ব্রেক ক্যালিপার ও সুইংআর্মের মতো অনেক যন্ত্রাংশ থাকতে পারে।


Harley Davidson Updates: এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, নতুন Harley-Davidson বাইকটি Benelli-এর Leoncino 500-এর মতো কমপক্ষে 8,500rpm 47.6hp পাওয়ার অফার করবে। এতে একটি টিউবুলার স্টিলের ফ্রেম ও একটি USD ফর্ক থাকবে। এটি Leoncino 500-এর 549 cc ইঞ্জিনেই চলবে বলে আশা করা হচ্ছে। এই বাইক 2024 সালের মধ্যে বিশ্ব বাজারে দেখা যেতে পারে।


Harley Davidson Bikes: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন বাইক


Harley-Davidson শীঘ্রই ভারতে একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে৷ কোম্পানি নতুন স্পোর্টস্টার সংস্করণের একটি টিজার প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি 12 এপ্রিল উন্মোচন করা হবে। এটি স্পোর্টস্টার ব্লাডলাইনের একটি নতুন রূপ হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন : Maruti wagonR Tour H3: নতুন ওয়াগনআর আনল মারুতি, লিটারে দেবে ৩৪ কিমি মাইলেজ