HDFC Bank News : ভারতের অন্যতম ভরসা যোগ্য ব্যাঙ্ক। কোটি কোটি গ্রাহক। সেই ব্যাঙ্কের উপরই এবার বড়সড় নিষেধাজ্ঞা । বড় নির্দেশ পেল রতের অন্যতম ভরসার ব্যাঙ্ক। শনিবার এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটি HDFC ব্যাঙ্কের উপর একটি বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের বৃহত্তম বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠানHDFC। মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জকে তারা জানিয়েছে, দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা( এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড) দুবাই শাখায় নতুন গ্রাহক তৈরি করতে পারবে না।
HDFC ব্যাঙ্ক এখন দুবাই শাখায় নতুন গ্রাহক অন্তর্ভুক্ত করতে পারবে না। এই খবরটি HDFC ব্যাঙ্কের তরফেই জানানো হয়েছে। বলা হয়েছে যে ২৬ সেপ্টেম্বর, দুবাই কর্তৃপক্ষ HDFC Bank কে একটি নোটিশ পাঠিয়েছেন। সেই অনুযায়ী, ব্যাঙ্ক এখন দুবাই ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল সেন্টার (DIFC) শাখার মাধ্যমে নতুন গ্রাহকদের পরিষেবা দিতে পারবে না।
কোন কোন কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটি HDFC Bank কে নতুন গ্রাহক যুক্ত করতে নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে এখন নতুন গ্রাহকদের কোনও ধরনের আর্থিক পরামর্শ দিতে পারবে না HDFC। এছাড়াও দিতে পারবে না ঋণ, বিনিয়োগ চুক্তি, ঋণের উপর অগ্রিম এবং কাস্টডি। এর সঙ্গে, দুবাই ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি ( ডিএফএসএ ) ব্যাঙ্ককে জানিয়েছে যে তারা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না এবং কোনও ধরনের আর্থিক স্কিমের প্রচারের উপরও নিষেধাজ্ঞা থাকবে।
বর্তমান গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না
ডিএফএসএ-এর এই নিষেধাজ্ঞার প্রভাব বর্তমান গ্রাহকদের উপর পড়বে না। ব্যাঙ্ক আগের মতোই তাদের সমস্ত পরিষেবা দিতে থাকবে। ব্যাঙ্ক জানিয়েছে যে ডিএফএসএ-এর নিষেধাজ্ঞা লিখিতভাবে সংশোধন বা বাতিল না করা পর্যন্ত বহাল থাকবে। সিঙ্গেল এবং জয়েন্ট হোল্ডার মিলিয়ে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত HDFC ব্যাঙ্কের ডিআইএফসি শাখায় ১৪৮৯ জন গ্রাহক রয়েছেন। যারা ব্যাঙ্কের পরিষেবা নিচ্ছেন।
এই বিষয়ে HDFC-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যাঙ্ক সমস্ত নির্দেশিকা অনুসরণ করবে। ব্যাঙ্ক বলেছে, তারা প্রতিটি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডিএফএসএ-এর সঙ্গে মিলিতভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবে।
এই পুরো বিতর্কের কারণ কী
কিন্তু হঠাৎ এই নিষেধাজ্ঞা কেন ! জানা যাচ্ছে, HDFC এবং দুবাই ফাইনান্সিয়াল সার্ভিসেস অথরিটির মধ্যে পুরনো বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ। HDFC ব্যাঙ্কের বিরুদ্ধে দুবাই ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি ( ডিএফএসএ )-র অভিযোগ, তারা তাদের UAE অপারেশনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পণ্য বিক্রি করেছে। এর ফলে অনেক ভারতীয় বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি। এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের শেয়ারে পতন দেখা গেছে। শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্চে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ০.৪৭% কমে ৯৪৫.১৫ টাকায় দাঁড়িয়েছে। যদিও বেঞ্চমার্ক সেনসেক্স দিনটি ০.৯০% কমে ৮০,৪২৬.৪৬ পয়েন্টে শেষ হয়।