কলকাতা: ফিক্সড ডিপোজিট থেকে একটি নিশ্চিত আয়ের পথ খোলা থাকে। বিনিয়োগের ক্ষেত্রে সকলের কাছে সেরা ঠিকানা। তবে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে আপনাকে কোথায় বিনিয়োগ করতে হবে। যদিও ফের এবার দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হার পরিবর্তন করেছে। আরবিআই রেপো রেট পরিবর্তন করার পর দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট রেটে পরিবর্তন করল। 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জুন মাসের শুরুতে তাদের সর্বশেষ আর্থিক নীতিতে এক চমকপ্রদ ঘোষণা করেছে — মূল রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

RBI-এর এই সুদের হার কমানোর মূল উদ্দেশ্য অর্থনীতিতে ঋণ প্রবাহ বাড়ানো এবং বিনিয়োগ বাড়ানো। এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন ভারতের মে ২০২৫-র খুচরা মূল্যস্ফীতি (CPI) কমে দাঁড়িয়েছে মাত্র ২.৮২% — ২০১৯ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। RBI আগামী আর্থিক বছরে (২০২৫–২৬) গড় মূল্যস্ফীতি ৩.৭% থাকার পূর্বাভাস দিয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সর্বনিম্ন। 

এইচডিএফসি ব্যাংক এই মাসে আবারও তাদের ফিক্সড ডিপোজিট (এফডি) এর সুদের হার কমিয়েছে। এটি ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের জন্য জুন ২০২৫ সালে দ্বিতীয় হার কমানো হল। ২৫ জুন, ২০২৫ থেকে, ব্যাঙ্কটি ৩ কোটি টাকার কম আমানতের জন্য একক ফিক্সড ডিপোজিট মেয়াদের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমিয়েছে।                                    

এইচডিএফসি ব্যাঙ্ক ১৫ মাস মেয়াদি এফডি-তে সুদের হার কমিয়ে ১৮ মাসের কম করেছে। আগে, সাধারণ গ্রাহকদের জন্য এই হার ছিল ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০%। এখন, এটি সাধারণ গ্রাহকদের জন্য ৬.৩৫% এবং প্রবীণদের জন্য ৬.৮৫%। ১৮ মাস থেকে ২১ মাসের কম এর ক্ষেত্রে .৭৫% থেকে ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩ কোটি টাকার কম পরিমাণে এফডি সুদের হার ৩.২৫% থেকে ৭.১০% অফার করছে। 

যদি আপনার এফডি আগে ভাঙতে হয়, তাহলে সেক্ষেত্রে এই ব্যাঙ্ক একটি জরিমানা ধার্য করছে। এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, সময়ের আগে আপনার এফডি তুলে নেন, তাহলে আপনার টাকা ব্যাঙ্কে থাকা সময়ের জন্য প্রযোজ্য হারের চেয়ে ১% কম পাবেন, মূল চুক্তিবদ্ধ হারের চেয়ে নয়। এফডির হার কমানোর পাশাপাশি, এইচডিএফসি ব্যাঙ্ক সমস্ত সঞ্চয় অ্যাকাউন্টের সুদের হারও কমিয়েছে। ২৪ জুন, ২০২৫ থেকে, সঞ্চয়ের হার ২৫ বিপিএস কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ, সমস্ত ব্যালেন্সের জন্য বার্ষিক ২.৭৫% থেকে ২.৫০% করা হয়েছে। 

এক মাসে দুবার সুদের হার কমানোর ফলে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এখন নতুন FD এবং সঞ্চয় অ্যাকাউন্টে কিছুটা কম রিটার্ন দেখতে পাবেন।

তবে বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন। যাতে আপনার কোনও আর্থিক ক্ষতি না হয়।