আজকের গতিময়তার যুগে, আর্থিক সুরক্ষা নিয়ে কোনওরকম আপস নয়। তা সে আপনি কোনও পেশাদার হোন বা উদ্যোগপতি বা ব্যবসায়ী- দৃঢ় ও শক্তিশালী এক আর্থিক সুরক্ষা-জাল নিশ্চিত করে আপনার প্রিয়জনেরা সুরক্ষিত, তা সে আপনার জীবনে চলার পথে যাই ঘটে যাক না কেন। ঐতিহ্য বহনকারী মেয়াদি বিমা প্রকল্পগুলির (টার্ম ইনসিউরেন্স) বিকাশ ঘটেছে, আর যুগ ও আধুনিক যুগের জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে উন্নত বৈশিষ্ট্যগুলি অফার করছে। এখন দেখে নেওয়া যাক, কীভাবে এই প্ল্যানগুলি, কর্মরত পেশাদর থেকে ব্যবসায়ীদের জন্য উপযুক্ত।
বেতনভোগী পেশাদারদের জন্য : স্থিতিশীলতা বজায়ে স্মার্ট সুরক্ষা
স্থায়ী আয় সঙ্গে আনে অনেকগুলি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা – বাড়িভাড়া, EMI, স্কুলের বেতন, এবং অন্যান্য দৈনন্দিন খরচ। একটি সুগঠিত টার্ম ইনসিওরেন্স এটা নিশ্চিত করে যে, আপনার পরিবার আপনার অনুপস্থিতিতেও আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। বেতনভোগী কর্মীদের জন্য যে মূল বৈশিষ্ট্যগুলি থাকছে, দেখে নেওয়া যাক :
- প্রিমিয়াম ফেরতের সুবিধা – বিমার মেয়াদি সময়কালে আপনি জীবিত থাকলে, সমস্ত প্রিমিয়াম যা আপনি দিয়েছেন এতদিন ধরে, সবটা ফেরত পাবেন। ফলে আপনার টার্ম ইনসিওরেন্সটি হয়ে উঠবে ঝুঁকিবিহীন এক সুরক্ষা-জাল।
- অনিরাময়যোগ্য অসুস্থতায় সুবিধা – অনিরাময়যোগ্য কোনও রোগ ধরা পড়লে, আপনার সঞ্চয়ের উপর কোপ না ফেলে, প্রাথমিক চিকিৎসার খরচ করতে সহায়তা করে।
- দুর্ঘটনায় মৃত্যুজনিত সুবিধা – দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ প্রদান করে থাকে। যাতে পরিবার হয় অতিরিক্ত সুরক্ষিত।
উদ্যোক্তাদের জন্য: অনিশ্চিত আয়ে নমনীয়তা
উদ্যোগপতিদের প্রায়শই আয়ের ওঠানামার মধ্যে পড়তে হয়। পড়তে হয় ব্যবসায়িক ঝুঁকির মধ্যে। পরিবারের আর্থিক ভবিষ্যতকে সুরক্ষিত করার চ্যালেঞ্জও থাকে। এই অনন্য চাহিদাগুলির সামঞ্জস্য রক্ষায়, নতুন যুগের একটি টার্ম প্ল্যান এভাবেই সাজিয়ে তোলা হয়েছে :
- কভারেজের বিকল্প বৃদ্ধি - আপনার ব্যবসা যত বাড়বে, বাড়বে আপনার সুরক্ষার প্রয়োজনীয়তা। অতএব তেমনই এক প্ল্যান বেছে নিন, যা আপনাকে সময়ের সঙ্গ সঙ্গে আপনার কভারেজ বাড়াতে সহায়তা করবে।
- সুবিধামতো প্রিমিয়াম প্রদানের সুবিধা - নমনীয়ভাবে আপনার প্রিমিয়াম প্রদান করুন - তা সে হোক বার্ষিক, অর্ধ-বার্ষিক বা মাসিক - আপনার আয়ের সঙ্গে ভারসাম্য রেখে।
- প্রিমিয়াম মকুবের সুবিধা - কঠিন অসুখ বা প্রতিবন্ধকতায়, আপনার ভবিষ্যতের প্রিমিয়ামগুলি মকুব হয়ে যেতে পারে। যাতে করে আর্থিক কোনও চাপ ছাড়াই আপনার কভারেজ অব্যাহত থাকে।
HDFC Life Click 2 প্রোটেক্ট সুপার: একটি পরিকল্পনা যা আপনার সঙ্গে বেড়ে ওঠে
নতুন যুগের মেয়াদি বিমা বিকল্পগুলির মধ্যে HDFC Life Click 2 প্রোটেক্ট সুপার অতিরিক্ত নমনীয়তার সঙ্গে সার্বিক কভারেজ দিয়ে থাকে।
- বিমার ম্যাচুরিটি পর্যন্ত জীবিত থাকলে সমস্ত প্রদেয় প্রিমিয়াম ফেরত পান রিটার্ন অফ প্রিমিয়াম বিকল্পের সাহায্যে, যাতে আপনার প্ল্যানটি হয়ে ওঠে একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ।
- ২০০ % পর্যন্ত মৃত্যুজনিত বর্ধিত সুবিধা বেছে নিন লাইফ অপশনের অধীনে, যাতে করে আপনার বর্ধিত দায়িত্বের সঙ্গে সঙ্গে আপনার কভারেজও বাড়তে থাকে।
নতুন-যুগের টার্ম প্ল্যান মৌলিক সুরক্ষার বাইরে গিয়েও সুরক্ষা দেয় - আপনার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে। আপনি কর্পোরেট জগতের সিঁড়িই চড়েন আর ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটান, সঠিক প্ল্যানের মাধ্যমে আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করা হল মানসিক শান্তিতে স্থিতাবস্থা বজায় রাখার দিকে অনেকটা ধাপ এগিয়ে যাওয়া।
This article is a featured article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live do not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article/advertisement and/or views expressed herein. Reader discretion is advised.