Health Insurance Plan: স্বাস্থ্যবিমার ক্লেম করতে হলে আগে ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকতে হত, তবে এখন সেই নিয়ম আর কার্যকর রইল না। তার বদলে অনেক বিমা সংস্থা এখন থেকে হাসপাতালে মাত্র ২ ঘণ্টা ভর্তি থাকার জন্যও ক্লেমের (Hospitalization Rules) সুবিধে দিচ্ছে। ফলে মেডিক্লেমে বা স্বাস্থ্যবিমায় এখন থেকে আরও সুবিধে মিলবে। আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতিতে অনেক বদল এসেছে (Health Insurance) যার ফলে কিছু কিছু ক্ষেত্রে অনেক কম সময়েই রোগীকে বাড়িতে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

হাসপাতালে ২ ঘণ্টার জন্য ভর্তি থাকলেও করা যাবে বিমার ক্লেম

আগে নিয়ম ছিল যে স্বাস্থ্যবিমার কভারেজের টাকা ক্লেম করতে হলে গ্রাহককে ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকতে হত। তবে এখন অনেক সংস্থাই এই নিয়ম মানবে না, অনেক বিমা সংস্থাই এখন এই শর্তের বদলে রোগীকে মাত্র ২ ঘন্টার জন্য হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রেও ক্লেম সেটলমেন্টের সুবিধে দিচ্ছে। পলিসিবাজারের স্বাস্থ্যবিমা প্রকল্পের প্রধান সিদ্ধার্থ সিংহল জানিয়েছেন যে গত দশ বছরে চিকিৎসার অগ্রগতি ঘটেছে, চিকিৎসা এবং অস্ত্রোপচারের পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এর ফলে হাসপাতালে থাকার সময়কালও কমে গিয়েছে।

হাসপাতালে রাত কাটানো এখন নিষ্প্রয়োজন

আগে চোখের ছানি অপারেশন, কেমোথেরাপি কিংবা অ্যাঞ্জিওগ্রাফির জন্য হাসপাতালে রাত কাটাতে হত। অথচ আজ চিকিৎসা প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে সমস্ত কিছু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

এই বিষয়টি মাথায় রেখে অনেক বিমা সংস্থা তাদের পলিসিতে ২ ঘণ্টার হসপিটালাইজেশনও কভারেজে এনে নিশ্চিত করেছে যে শুধুমাত্র হাসপাতালে না থাকার জন্য পলিসিহোল্ডারদের ক্লেম এবার থেকে আর প্রত্যাখ্যাত হবে না। বর্তমানে ICICI Lombard Elevate Plan, Care-Supreme Plan এবং Niva Bupa এই সংস্থাগুলি হসপিটালাইজেশনের ক্ষেত্রে এই নতুন নিয়মে সুবিধে দিচ্ছে গ্রাহকদের।

এই সংস্থাগুলি দিচ্ছে কভারেজ

ICICI Lombard Elevate Plan ৯১৯৫ টাকার বার্ষিক প্রিমিয়ামে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দিয়ে থাকে। এটি ৩০ বছর বয়সী অধূমপায়ী ব্যক্তিদের জন্য। একইভাবে কেয়ার সুপ্রিমের বার্ষিক প্রিমিয়াম শুরু হয় ১২৭৯০ টাকা থেকে আর নিভা বুপা হেলথ রিসিওরের প্রিমিয়াম শুরু হয় ১৪,১৯৯ টাকা থেকে।

মনে রাখবেন- স্বাস্থ্যবিমা সংক্রান্ত বিষয়ক এই প্রতিবেদন সম্পূর্ণ শিক্ষামূলক। এবিপি লাইভ কোনও বিমা পলিসি বা বিমা সংস্থার প্ল্যান কিনতে প্ররোচনা দেয় না। বিমা নেওয়ার সময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।