Stock Market: বিনিয়োগকারীদের কাছে বড় সুযোগ আসতে চলেছে। অনিল অগ্রবালের সংস্থা হিন্দুস্তান জিঙ্কের শেয়ার এবার ১৬ শতাংশ সস্তায় (Hindustan Zinc) পাওয়া যাবে। ১৬ অগাস্ট থেকে খুলছে হিন্দুস্তান জিঙ্কের শেয়ারের অফার ফর সেল। ১৯ অগাস্ট পর্যন্ত এর জন্য আবেদন করতে পারবেন। ৪৮৬ টাকা ফ্লোর প্রাইস রাখা হয়েছে এই অফার ফর সেলের (Offer For Sale)। এর আগে হিন্দুস্তান জিঙ্কের প্যারেন্ট সংস্থা বেদান্তা ৩.৩১ শতাংশ স্টেক বিক্রি করেছিল অফার ফর সেলের মাধ্যমে।
হিন্দুস্তান জিঙ্ক এখন এই অফার ফর সেলের মাধ্যমে ১১ কোটি শেয়ারের বদলে দেবে ১৬ কোটি শেয়ার। বুধবার বাজার বন্ধের সময় যে দামে থেমেছে হিন্দুস্তান জিংকের শেয়ার, তাঁর থেকে ১৬ শতাংশ কম দামে এই অফার ফর সেলের ফ্লোর প্রাইস রাখা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের একটি আদেশের কারণে মেটাল ও মাইনিং স্টকে ভারী পতন আসে। হিন্দুস্তান জিঙ্কের স্টকেও এদিন ১.৪২ শতাংশ পতন দেখা দেয়, শেয়ারের দাম বন্ধ হয় ৫৭১.৭৫ টাকায়।
হিন্দুস্তান জিঙ্কের স্টেক বিক্রি করা হবে দুটি ধাপে। শুক্রবার ১৬ অগাস্ট প্রথম ধাপে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে সংস্থা ১.২২ শতাংশ শেয়ার অর্থাৎ ৫.১৪ কোটি শেয়ার। এই অফার ফর সেলের মাধ্যমে সংস্থা চাইলে ওভারসাবস্ক্রিপশনের কারণে ১.৯৫ শতাংশ পর্যন্ত স্টেক বিক্রি করে দিতে পারে। হিন্দুস্তান জিঙ্ক সংস্থায় ৬৪.৯২ শতাংশ স্টেক আছে বেদান্তা গ্রুপের, অন্যদিকে সরকারের স্টেক আছে ২৯.৫৪ শতাংশ।
২০২৪ সালের শুরু থেকেই দারুণ রিটার্ন এনে দিয়েছে হিন্দুস্তান জিঙ্কের এই স্টক। এই বছর এই স্টকের দাম মাত্র ৮ মাসের মধ্যেই ৮০ শতাংশ বেড়েছে। ২ বছরে দাম বেড়েছে ১০৮.৯ শতাংশ। হিন্দুস্তান জিঙ্কের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৮২ কোটি টাকা। সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলে সংস্থা জানিয়েছে যে, তারা বিনিয়োগকারীদের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেবে, ২০ অগাস্ট বোর্ড মিটিংয়ে কত ডিভিডেন্ড দেওয়া হবে তা জানানো হবে। ডিভিডেন্ডের রেকর্ড ডেট দেওয়া থাকবে ২৮ অগাস্ট পর্যন্ত।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Best Stocks To Buy: এই ৫টি প্রতিরক্ষা স্টক দিতে পারে দারুণ লাভ, কেন জানেন ?