Digital India: ইন্টারনেট ছাড়াই পেতে পারেন ইউপিআই পেমেন্টের সুবিধা। সহজ কয়েকটি ধাপ মানলেই করা যাবে লেনদেন। জেনে নিন,  কীভাবে ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট করা যাবে।   


আজকাল ইউপিআই পেমেন্ট বেশিরভাগ মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মানুষ যেকোনও জিনিস কেনার সময় UPI পেমেন্ট করতে অভ্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা না পাওয়ায় সমস্যায় পড়তে হয় UPI ব্যবহারকারীদের। এই সমস্যা সমাধানের জন্য RBI গত বছর UPI 123Pay চালু করেছে। এটি UPI পেমেন্টের 2.0 সংস্করণ। প্রায় ৪০ কোটি মোবাইল ব্যবহারকারী এই নতুন সুবিধা থেকে উপকৃত হয়েছেন।


ইন্টারনেট ছাড়াই কীভাবে UPI পেমেন্ট করবেন


আপনার ফোনে UPI পেমেন্ট অ্যাপ থাকলে আপনি UPI পেমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ না থাকলেও এই কাজ করতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। জেনে নিন, স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়া কীভাবে UPI পেমেন্ট করবেন।


UPI 123Pay ব্যবহার করার জন্য আপনি যে ডিভাইস থেকে টাকা দিতে চান সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক। UPI 123Pay দিয়ে পেমেন্ট করার চারটি উপায় আছে-


মিসড কলের মাধ্যমে


আপনার যদি একটি ফিচার ফোন থাকে ও আপনি একটি দোকানে টাকা দিতে চান বা বিল জমা দিতে চান, তাহলে একটি সাধারণ নম্বরে একটি মিসড কল দিন ও কল ব্যাক করার জন্য অপেক্ষা করুন৷ যখন আপনি একটি কল ব্যাক পাবেন, আপনার UPI নম্বর লিখুন ও সেখানেই আপনার লেনদেন সম্পন্ন হবে।


IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স)


এই ধরনের লেনদেনের জন্য একটি পূর্ব-নির্ধারিত নম্বরে প্রথমে কল করতে হবে। এরপর ইউপিআই নম্বর দিয়ে কত টাকা দিতে হবে তা লিখতে হবে। একই লাইনে টোন-ট্যাগ ভয়েসের মাধ্যমে টাকা পাঠানোর বিকল্পও রয়েছে।


UPI অ্যাপ্লিকেশন


এই অ্যাপটি বিশেষভাবে ফিচার ফোনের জন্য তৈরি। এর জন্য গ্রাহকের ফোনে UPI অ্যাপ্লিকেশন থাকা প্রয়োজন। এর মাধ্যমে শুধুমাত্র স্ক্যান ও পে বিকল্প ব্যবহার করা যাবে না। এই অ্যাপ থেকে অন্য সব ধরনের লেনদেন করা যাবে।


প্রক্সিমিটি সাউন্ড পেমেন্ট


এই ধরনের পেমেন্ট মোডে সাউন্ড ওয়েব প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র ফিচার ফোনেই নয়, স্মার্ট ফোন, কার্ড সোয়াইপ মেশিন, পয়েন্ট-অফ-সেল ডিভাইসের মতো ডিভাইসেও ব্যবহার করা যেতে পারে।


আরও পড়ুন : Hospital Charges: সরকারি CGHS স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় খবর, স্বস্তি পাবেন ৪২ লক্ষ মানুষ