Fraud Alert: অনলাইন লেনদেনের অ্য়াকাউন্টে অনেকেই করে থাকেন এই ভুল। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবহেলা ভোগাতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে উপযুক্ত পাসওয়ার্ডের অভাবে প্রতারণার শিকার হতে পারেন ব্যাঙ্কের গ্রাহক। উধাও হতে পারে টাকা।


Cyber Fraud: বহু ক্ষেত্রে ফিন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে গ্রাহকের নথি হাতিয়ে নেয় হ্যাকাররা। তাই এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে গ্রাহকদের সতর্ক হতে হবে।দেখে নিন, সুরক্ষিত পাসওয়ার্ডের সেই উপায়গুলি।


১ কমপক্ষে ৮টা ক্যারেকটার ব্যবহার করা উচিত পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। যেমন-aBjsE7uG ৪ সাধারণ ডিকশনারির বাক্য ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ডে। যেমন- এই ধরনের সাধারণ বাক্যগুলিকে- itislocked ও thisismypassword


২মনে করে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার ও লোয়ারকেস লেটার ব্যবহার করবেন। উদাহরণ হিসাবে দেখে নিন-aBjsE7uG


৩  অনেকেই এই ভুল করেন। ১২৩৪৫৬৭৮ অথবা abcdefg পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।


৪ পাসওয়ার্ডে তৈরির ক্ষেত্রে নম্বরও সিম্বল ব্যবহার করা উচিত ইউজারদের। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-AbjsE7uG61!@


৫ স্মরণীর কিবোর্ড পাসওয়ার্ড ছেড়ে পাসওয়ার্ডে ইমোটিকনস ব্যবহার করা উচিত। যেমন- এগুলো "qwerty" অথবা "asdfg" ছেড়ে ":)", ":/" এই চিহ্ণগুলো ব্যবহার করুন।


৬ ভুল করেও এই ধরনের পাসওয়ার্ড দেবেন না। যেমন- DOORBELL - DOOR8377। এতে চতুর হতে গিয়ে ফতুর হতে হবে আপনাকে।


৭ কখনোই পাসওয়ার্ডের মধ্যে পরিবার বা জন্মের সাল , তারিখ উল্লেখ করবেন না। যেমন-Ramesh@1967


মনে রাখবেন, সব সময় এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে তার সত্যতা যাচাই করবেন। অ্যাপের কমেন্ট বক্স ও তার রিভিউ দেখেই অ্যাপ ডাউনলোড করা বাঞ্ছনীয়। এমনকী অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন না। ব্যাঙ্ক বলেছে, এখানেই থেমে নেই জালিয়াতদের কারবার। গ্রাহকদের টাকা হাতাতে এখন 'Know your customer' বা কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করতে বলছে অনলাইন ফ্রডস্টাররা।


বার বার বিভিন্নভাবে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে হ্যাকাররা। সেই ক্ষেত্রে অনলাইনে লেনদেনের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে , পাসওয়ার্ডের সঙ্গে অজানা কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। অন্যথায় আপনিও প্রতারকদের শিকার হতে পারেন। আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে প্রতারকদের পাতা ফাঁদে। তাই আগেই সতর্ক হোন।


Government Scheme: পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?