Share Market: আইটি স্টকগুলিতে ভারী কেনাকাটার কারণে সপ্তাহের শেষ দিনে গতি দেখাল বুলসরা। আজ লেনদেনের শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১০৫ পয়েন্ট বেড়ে ৫৯,৭৯৩-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৮৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে। যদিও সেনসেক্স দিনের সর্বোচ্চ থেকে ৩২৬ পয়েন্ট কমেছে, নিফটি ১২৭-এ নেমে এসেছে। সকালের লেনদেনে সেনসেক্স ৬০,০০০ ছাড়িয়ে গেছে। তবে এতকিছুর পরও সোমবারের মার্কেট নিয়ে চিন্তা বেড়েছে বিনিয়োগকারীদের। 


Stock Market:আজ কোন সেক্টরের কী অবস্থা
আজ প্রথম থেকেই গতি দেখিয়েছে বাজার। ব্যাঙ্ক নিফটি ও নিফটি আইটি দুর্দান্ত হারে বৃদ্ধি পেয়েছে। এদিন ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ারের মধ্যে ৯টি শেয়ার সবুজে ও ৩টি শেয়ার লালে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি আইটির ১০টি স্টকের মধ্যে ১০টি স্টক সবুজে বন্ধ হয়েছে৷ ব্যাঙ্কিং ছাড়াও আইটি, অটো, এফএমসিজি, মেটাল, তেল ও গ্যাস খাতের দাম বেড়েছে। একইসঙ্গে ভোগ্যপণ্য, ফার্মা ছাড়াও মিডিয়া খাতের শেয়ারের দরে পতন হয়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ শেয়ারগুলিও বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২৬টি শেয়ার সবুজে  বন্ধ হয়েছে। যার মধ্যে ২৪টি শেয়ার লালে বন্ধ হয়েছে। দিনের শেষে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে কেবল ১৪টি স্টক সবুজে দৌড় থামিয়েছে। একইসঙ্গে ১৬টি স্টক লাল চিহ্নে বন্ধ হয়েছে।


Stock Market Closing: আজ বেড়েছে এই স্টকগুলি
এদিন বাজারের ক্রমবর্ধমান স্টকগুলির দিকে তাকালে দেখা যাবে- টেক মহিন্দ্রা 3.32 শতাংশ, ইনডাসইন্ড ব্যাঙ্ক 2.60 শতাংশ, ইনফোসিস 2.43 শতাংশ, এইচসিএল টেক 1.90 শতাংশ, মারুতি সুজুকি 1.83 শতাংশ, এসবিআই 1.61 শতাংশ, টিসিএস 1.50 শতাংশ, উইপ্রো 1.1 শতাংশে বন্ধ হয়েছে৷


Share Market:সোমবারের দিকে তাকিয়ে বাজার
সপ্তাহের শেষ দিনে এদিন বাজার গতি দেখালেও সোমবার নিয়ে চিন্তা কমছে না বিনিয়োগকারীদের। নিফটি রেজিস্ট্যান্স ভাঙায় চিন্তা থাকছ ফলস ব্রেক আউটের। সেই ক্ষেত্রে ফের বাজার পড়তে পারে সোমবার। আপাতত তাই বুঝে পা ফেলার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। কোনও কারণে সোমবার বাজার নিচে খুললে নিফটি সূচকের সাপোর্টের দিকেই নজর থাকবে ইনভেস্টারদের । এদিন আইটি স্টকে ভারী গতি আসায় বিক্রির ধুম দেখা যেতে পারে সোমবার। বাজার বিশেষজ্ঞদের ধারণা, সোমবার বাজার পড়লেও ফের দীপাবলি পর্যন্ত উত্থান দেখা যেতে পারে দালাল স্ট্রিটে। সেই ক্ষেত্রে ১৯,৫০০ ছাড়িয়ে যেতে পারে নিফটির সূচক।