Share Market Scam: সম্প্রতি শেয়ার বাজারে একটি বড়সড় আর্থিক জালিয়াতির মামলা ফাঁস করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। এভি সলিউশন নামে একটি সংস্থা বেশ কয়েক বছর ধরেই শেয়ার বাজারে মানুষকে মোটা রিটার্নের প্রলোভন দেখিয়ে টাকা লুট করছিল। এই সংস্থার দুই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। এই আর্থিক জালিয়াতির (Stock Market Fraud) জন্য ব্যবহার করা হয়েছিল পঞ্জি স্কিম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম। সফটওয়্যারের ভিত্তিতে শেয়ার বাজারে চড়া মুনাফার প্রলোভন দিয়ে ৩ হাজারেরও বেশি বিনিয়োগকারীকে প্রতারিত (Ponzi Scheme) করা হয়েছিল। তারা প্রতি মাসে মোটা মুনাফা পাওয়ার লোভে এই স্কিমের ফাঁদে আটকে পড়েছিল।

অনেক শহরে ছড়িয়ে রয়েছে নেটওয়ার্ক

সাইবারাবাদ পুলিশ কমিশনারেট জানিয়েছেন ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি করা হয়েছে। টানা ৩ বছর ধরে চলেছে এই প্রতারণা চক্র। অভিযুক্তরা সাধারণ বিনিয়োগকারীদের এমনভাবে প্রলোভিত করেছিল যে তাদের কাছে এমন সফটওয়্যার আছে যা শেয়ার বাজারের সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে এবং প্রতি মাসে ৭ শতাংশ পর্যন্ত স্থায়ী রিটার্ন দিতে পারে।

সংস্থার নেটওয়ার্ক বিভিন্ন শহরে বিস্তৃত যেখানে ২০ জনেরও বেশি পরামর্শদাতা, এজেন্ট, টেকনিক্যাল ডেভেলপার, ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর আছেন। এই ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ৩১৬৪ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৩৮৮ জনকে এভি সলিউশনস প্রতারণা করেছে এবং আইআইটি ক্যাপিটাল ৭৭৬ জন বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিয়েছে। তাদের কাছ থেকে মোট ৮৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬১৮.২৩ কোটি টাকা আংশিকভাবে ফেরত দেওয়া হয়েছে এবং অভিযুক্তরা ২৩২.৩৬ কোটি টাকা নিজেদের কাছে রেখে পালিয়ে গিয়েছে।

হায়দরাবাদেই গ্রেফতার ২ জন

হায়দরাবাদ পুলিশ এভি সলিউশনস এবং শ্রীনিবাস অ্যানালিটিক্যাল প্রাইভেট লিমিটেড সংস্থার পরিচালক গদ্দম ভেনুগোপাল (অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা) ও এভি সলিউশনসে কর্মরত শ্রেয়স পাল (কর্ণাটকের বল্লারির বাসিন্দা)-কে গ্রেফতার করেছে। রিপোর্ট অনুসারে ১৯ অগাস্ট এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে দুটি দামি গাড়ি, ১১টি ল্যাপটপ, ৩টি মোবাইল, ব্যাকএন্ড ট্রেডিং অ্যাক্সেস, ৩১৬৪ জন গ্রাহকের ডেটাবেস, ১৪টি চেক বই, ৩০টি প্রমিস নোট (৩.৩৭ কোটি টাকার), সম্পত্তির কাগজপত্র, সংস্থার সিল, মণিকোণ্ডা ও হ্যাপি হোমসে ফ্ল্যাট ও বেনামি লেনদেন উদ্ধার করেছে।

একত্রে বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে এই প্রতারণা চলত। www.iitstockmarket.com, www.myshareprofit.com, www.avgroups.org, www.fehufin.com, www.tradeonnumbers.com, www.smalgo.com, www.srimaata.com এবং www.maheshwaraadvisoryservices.com। নিজেদের পরিচয় প্রমাণের জন্য এই অভিযুক্তরা নিজেদের জাল পরিচয়পত্র তৈরি করেছিল। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিনিয়োগ সেমিনার আয়োজন করা হয়েছিল।