IMF Warning : ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের (Pakistan Crisis) জন্য বিপুল ঋণে অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF)। যদিও সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, পাকিস্তানকে বেলআউট ফান্ড দেওয়ার ক্ষেত্রে ১১টি শর্ত আরোপ করা হয়েছে। মনে করা হচ্ছে, ভারতের আন্তর্জাতিক চাপের ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে IMF । 

কী বলেছে IMF রবিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের বেলআউট কর্মসূচির পরবর্তী ঋণ দেওয়ার জন্য ১১টি নতুন শর্ত আরোপ করেছে। যেখানে পাকিস্তানকে বলা হয়েছে, ভারতের সঙ্গে উত্তেজনা তাদের উন্নয়ন প্রকল্পের আর্থিক, বহিরাগত ও সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

এই তিন শর্ত দেওয়া হয়েছে পাকিস্তানকেপাকিস্তানের উপর আরোপিত নতুন শর্তগুলির মধ্যে রয়েছে ১৭.৬ ট্রিলিয়ন টাকার নতুন বাজেটের সংসদীয় অনুমোদন। অর্থাৎ পাক সংসদে এই বিপুল পরিমাণ বাজেটের অনুমতি হলেই তবে দেওয়া হবে ঋণের টাকা। এ ছাড়াও বিদ্যুৎ বিলের ওপর ঋণ পরিশোধের সারচার্জ বৃদ্ধি করতে বলা হয়েছে শেহবাজ শরিফের দেশকে। এখানেই শেষ নয়, তিন বছরেরও বেশি পুরনো ব্যবহৃত গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে ইসলামাবাদকে।

এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্র জানিয়েছে, শনিবার আইএমএফ প্রকাশিত স্টাফ লেভেল রিপোর্টে বলা হয়েছে "ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যদি অব্যাহত থাকে বা এর আরও অবনতি হয়, তাহলে কর্মসূচির আর্থিক, বহিরাগত ও সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বেড়ে যাবে।''প্রতিবেদনে আরও বলা হয়েছে- গত দুই সপ্তাহে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত বাজারের প্রতিক্রিয়া সেভাবে হয়নি। শেয়ার বাজার তার সাম্প্রতিক বেশিরভাগ লাভ ধরে রেখেছে ও মধ্য গতিতে এগোচ্ছে।

কেন ভারত-পাকিস্তানে এই উত্তেজনা২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ৭ মে ভারত জঙ্গি পরিকাঠামোর ওপর 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে নির্ভুল হামলা চালায়। ভারতের পদক্ষেপের পর ৮, ৯, ১০ মে পাকিস্তান ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে। চার দিন ধরে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য একটি সমঝোতায় পৌঁছেয়।