Tax On Alimony: সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছে যে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ড্য এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদের কথা। তারা দুজনেই নাকি পারস্পরিক সম্মতিতে এই বিচ্ছেদ চাইছেন। আর এই বিচ্ছেদের পর হার্দিক পান্ড্যর মোট সম্পত্তির ৭০ শতাংশ পেতে চলেছেন নাতাশা স্ট্যানকোচিভ। যদিও এ ব্যাপারে স্পষ্ট কিছু খবর জানা যায়নি। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, বিবাহ বিচ্ছেদের পরে স্বামীর পক্ষ থেকে যে খোরপোশের টাকা (Tax On Alimony) পান স্ত্রীরা, তা কি করযোগ্য আয়ের মধ্যে পড়ে ? খোরপোশের টাকার উপর কর দিতে হয় ? কী বলছে ভারতের আয়কর আইন ?


কী এই খোরপোশ বা ভরণপোষণ ভাতা ?


বিবাহ বিচ্ছেদের পর স্বামীর পক্ষ থেকে (Tax On Alimony) স্ত্রীকে কিছু পরিমাণ টাকা দেওয়া হয়, একেই বলে খোরপোশ বা ভরণ-পোষণ ভাতা। হিন্দু বিবাহ আইনের অধীনে আদালত বিবাহ বিচ্ছেদের পরে স্ত্রীকে তাঁর জীবনযাপনের জন্য ভরণপোষণ বাবদ খরচ দিতে আদেশ করে স্বামীকে। বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রী এই খোরপোশ পেয়ে থাকেন যা স্বামীরা মেটান। কিছু ক্ষেত্রে অবশ্য আদালত স্বামীর জীবিকা নির্বাহের জন্য স্ত্রীকে এই খোরপোশ দেওয়ার জন্য আদেশ দিতে পারে।


এই খোরপোশের পরিমাণ কীভাবে স্থির হয়


কত টাকা চাওয়া হবে ভরণপোষণের (Tax On Alimony) জন্য তাঁর জন্য কোনও বাঁধাধরা নিয়মবিধি নেই। উভয়পক্ষের পরিস্থিতি অনুযায়ী আদালত এই ভরণপোষণের পরিমাণ স্থির করে। উভয়ের উপার্জন, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, সন্তানাদি ইত্যাদি অনেক বিষয়ের উপর এই ভরণপোষণের পরিমাণ নির্ভর করে। দুইভাবে এই খোরপোশ দেওয়া হয়, এককালীন এবং মাসিক, ত্রৈমাসিক বা ষাণ্মাসিক কিস্তিতে।


এককালীন টাকা নিলে তাতে কোনও কর ধার্য হয় না


ভারতের আয়কর আইনে এই খোরপোশের টাকা (Tax On Alimony) নিয়ে কোনও পৃথক আইন নেই। ফলে কীভাবে এই টাকা দেওয়া হচ্ছে, তাঁর উপর নির্ভর করে কর আরোপের বিষয়টি। এককালীন দেওয়া টাকা ক্যাপিটাল রিসিপ্ট হিসেবে ধার্য করা হয়। আর আয়কর আইনে এই ক্যাপিটাল রিসিপ্ট করের আওতায় পড়ে না। ফলে বোঝাই যাচ্ছে, এককালীন ভরণপোষণের খরচ দিলে তাতে কোনও কর দিতে হবে না।


অন্যভাবে কিস্তিতে টাকা দিলে কর দিতে হবে


মাসিক, ত্রৈমাসিক বা ষাণ্মাসিক কিস্তিতে এই খোরপোশের টাকা দিলে তা আসলে রেভিনিউ রিসিপ্ট হিসেবে ধার্য করা হবে এবং এই কারণে এটি করযোগ্য আয় বলে বিবেচিত হবে। এক্ষেত্রে করদাতার আয়কর স্ল্যাবের অনুসারেই কর ধার্য ও গণনা করা হবে।


আরও পড়ুন: EPFO: EPF অ্যাকাউন্টে নাম-ঠিকানা ভুল আছে ? ঘরে বসেই কীভাবে আপডেট করবেন ?